ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএস ছেড়ে পালিয়ে তুরস্কে ৫০ ব্রিটিশ জিহাদী

প্রকাশিত: ০৫:০৪, ১৩ জুলাই ২০১৫

আইএস ছেড়ে পালিয়ে  তুরস্কে ৫০ ব্রিটিশ  জিহাদী

ব্রিটেনের অন্যতম কুখ্যাত এক জিহাদী ও সাবেক র‌্যাপার আব্দেল মাজেদ আব্দেল বারী (২৫)সহ ৫০ জন ব্রিটিশ আইএস যোদ্ধা সিরিয়া থেকে পালিয়ে গেছে এবং তারা তুরস্কের কোথাও লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। বারী সিরিয়ায় ছিন্ন মস্তক নিয়ে ছবিতে পোজ দিয়ে ছবি প্রকাশ করেছিল এবং সে টুইটারে পশ্চিমাদের হত্যার হুমকি দিত। ব্রিটেনের নিরাপত্তা সূত্রগুলো এ খবর জানিয়েছে। খবর টেলিগ্রাফ ও মিররের। বারীসহ এই ৫০ যোদ্ধা দুই দিক থেকেই শাস্তির সম্মুখীন হতে পারে। যদি তারা সিরিয়ায় ফিরে যায় তাহলে তারা বিশ্বাসঘাতক হিসেবে আইএসের মৃত্যুদ-ের সম্মুখীন হবে। আর যদি তারা যুক্তরাজ্যে নিজ বাড়িতে ফিরতে চায় তাহলে তাদের স্থান হবে কারাগারে। দুই বছর আগে আইএসে যোগ দেয়া বারী কেন সংগঠনটি ত্যাগ করল তা স্পষ্ট নয়। তবে মার্কিন জোটের ব্যাপক বোমা হামলার মুখে আইএস ছেড়ে পালিয়ে যাওয়া মোহভঙ্গ ক্রমবর্ধমান পশ্চিমাদের একজন সে। এটি বোঝা গেছে যে, গত মাসে তুর্কি সীমান্তবর্তী সিরীয় শহর তাল আবিয়াদ থেকে আইএসের পিছু হটার সময় বারী নিজেকে শরণার্থী পরিচয় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
×