ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল মূসক সম্মাননা

প্রকাশিত: ০৫:০২, ১৩ জুলাই ২০১৫

১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল মূসক সম্মাননা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করতেই উৎসবের আমেজ। নানা রঙের পতাকা পত পত করে উড়ছে। এখানে ওখানে ব্যানার ফেস্টুন। পার্ক করা গাড়িগুলো থেকে গান ভেসে আসছে। এসব গানে ব্যানার ফেস্টুনে মূসক প্রদানের আহ্বান। হল অব ফেইমে প্রবেশের যে পথ, সেখানে লাল গালিচা। এ পথ যাদের জন্য তৈরি তাঁরা সবাই সর্বোচ্চ মূসক পরিশোধকারী। রবিবার জমকালো আয়োজনে তাঁদের সম্মাননা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৩-১৪ অর্থবছরে মূসক সম্মাননা পায় ১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদের মধ্যে জাতীয় পর্যায়ে ৯ ও জেলা পর্যায়ে সর্বোচ্চ মূসক সম্মাননা পায় ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ের মূসক সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- উৎপাদনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড, সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও হবিগঞ্জের রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট। সেবায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যারহাউজ এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি। ব্যবসায় গাজীপুরের গ্যালারি এপেক্স, রাজধানীর লালমাটিয়ার আড়ং ও বসুন্ধরা সিটির মোস্তফা মার্ট। জেলা পর্যায়ে পর্যায়ের মূসক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠান হলো- উৎপাদনে প্রমি এগ্রো ফুডস লি. ৪৮৭, গোবন্দিপুর, ময়নারটেক, উত্তরখান, ঢাকা-১২৩০। সেবায় ফাইবার এট হোম লিমিটেড, ৬৯/কে, পান্থপথ, ঢাকা। ব্যবসায় পান্না ডিস্ট্রিবিউশন লিমিটেড, উত্তর রসুলপুর, কামরাঙ্গীরচর, ঢাকা। সেবায় ভাগ্যকুল ক্যাবল নেটওয়ার্ক, কামারগাঁও, শ্রীনগর, মুন্সীগঞ্জ। ব্যবসায় সজীব এন্টারপ্রাইজ, শ্রীনগর বাজার রোড, শ্রীনগর, মুন্সীগঞ্জ। উৎপাদনে অলিম্পিক ইন্ডা. লি., বিস্কুট ও কন. ইউনিট, ফ্যাক্টরি-২, ললাটি, কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। সেবায় মেঘনা এনার্জি লি. মৌজা. টাটকী, থানা : রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ব্যবসায় আরএইচ ট্রেডিং, ১৫০ বি.বি রোড, নারায়ণগঞ্জ। উৎপাদনে প্রাণ ডেইরি লি., বাগপাড়া, পলাশ, নরসিংদী। সেবায় ড্রিম হলিডে লি., চৈতাব, পাঁচদোনা, নরসিংদী। উৎপাদনে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ (প্রা.) লি., মৌজা নং-৭, কেওয়া (বেড়াইদেরচালা), ডাকঘর : গিলাবেড়াইদ, থানা : শ্রীপুর, জেলা : গাজীপুর। সেবায় লিংকার্স অটোমোবাইল, ভুরুলিয়া, জামতলা, জয়দেবপুর, গাজীপুর। উৎপাদনে তাকওয়া মার্কেটিং নেটওয়ার্ক, প্লট নং ডি-৫, বিসিক শিল্পনগরী, মাসকান্দা, ময়মনসিংহ। সেবায় উডমার্ক ফার্নিচার প্রা. লি., খাসের চর, ধল্লাবাজার, সিংগাইর, মানিকগঞ্জ। ব্যবসায় পেন্টা ট্রেডিং লি., জাবরা, ঘিওর, মানিকগঞ্জ। উৎপাদনে নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডা. লি., গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল। সেবায় এলেঙ্গা রিসোর্ট লি., এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল। ব্যবসায় জুপিটার এন্টারপ্রাইজ, সাবালিয়া, টাঙ্গাইল। সেবায় মা মিস্টান্ন ভা-ার (বুড়ীমা), মেডিক্যাল রোড, জামালপুর। ব্যবসায় বাজাজ উৎসব, নিউ কোর্ট রোড, নেত্রকোনা। ব্যবসায় বাজাজ কর্নার, শেরপুর। উৎপাদনে এমএম খান ফুডস, বিসিক, মারিয়া, কিশোরগঞ্জ। সেবায় হোটেল ক্যাসেল সালাম (আবাসিক), বড়বাজার, কিশোরগঞ্জ। উৎপাদনে জেনসন এ্যান্ড নিকলসন (বাং) লি., ৭০, পূর্ব নাসিরবাদ শি/এ, চট্টগ্রাম। সেবায় কে সি জে এ্যান্ড এ্যাসোসিয়েটেড লি., ৩২/৪৩, দক্ষিণ খুলশী, চট্টগ্রাম। ব্যবসায় ইন্টারফোল্ড ১২/১২, কালুরঘাট ভারী শি/এ, চট্টগ্রাম। উৎপাদনে পিইবি স্ট্রিল এলায়েন্স লি., ঝামুরা, মিয়ার বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা। সেবায় মাতৃ ভা-ার, মনোহরপুর, কুমিল্লা। ব্যবসায় এশিয়ান পেইন্টস (বিডি) লি., কুমিল্লা ডিপো, কুমিল্লা। উৎপাদনে স্টার লাইন ফুড প্রোডাক্ট, দক্ষিণ কাশিমপুর, ফেনী। সেবায় স্টার লাইন এসি বাস, এস এস কে রোড, ফেনী। ব্যবসায় হাজী এন্টারপ্রাইজ, ১৯০, এসএসকে রোড ফেনী। উৎপাদনে ফরিদ ইন্ডাস্ট্রিজ লি., বিসিক, বেগমগঞ্জ, নোয়াখালী। সেবায় বিশ্বনাথ কর্মকার এ্যান্ড আদার্স, ফকিরপুর, মেইনরোড, মাইজদীকোর্ট, নোয়াখালী। সেবায় ওয়ান মিনিট, প্রেসক্লাব রোড, চাঁদপুর। উৎপাদনে আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানি লি., আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। সেবায় আল হেলাল হোটেল, মসজিদ রোড, ব্রাহ্মণবাড়িয়া। উৎপাদনে সানটেক এনার্জি রি., প্লট-৩৭/এ, বিসিক শিল্পনগরী, খাদিমনগর, সিলেট। সেবায় পাঁচ ভাই রেস্টুরেন্ট, জল্লারপার, চয়ন-৫২, সিলেট। ব্যবসায় আড়ং (ব্র্যাক), সিলেট। উৎপাদন খাতে স্টার সিরামিকস, হবিগঞ্জ। সেবায় হোটেল আমাদ, হবিগঞ্জ। ব্যবসায় রহমান এন্টারপ্রাইজ, হবিগঞ্জ। উৎপাদনে ভাড়াউড়া চা বাগান, মৌলভীবাজার। সেবায় সাউদার্ন অটোমোবাইল মৌলভীবাজার। উৎপাদনে নুর লাইম ওয়ার্কস, সুনামগঞ্জ। সেবায় ফুলকলি, সুনামগঞ্জ। ব্যবসায় আবুল লেইছ এ্যান্ড সন্স, সুনামগঞ্জ। উৎপাদনে আব্দুল্লাহ ব্যাটারি, খুলনা। সেবায় সিটি ইন, খুলনা। ব্যবসায় এশিয়ান পেইন্টস (বিডি) খুলনা। উৎপাদনে দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস্্, বাগেরহাট। সেবায় হোটেল আল আমিন, বাগেরহাট। উৎপাদনে সুন্দরবন টেক্সটাইল মিলস্, সাতক্ষীরা। সেবায় ভাগ্যকূল মিষ্টান্ন ভা-ার, সাতক্ষীরা। ব্যবসায় আর কে ট্রেডিং, সাতক্ষীরা। উৎপাদনে পদ্মা বোয়িং, বরিশাল। সেবায় বেস্ট ফুড গার্ডেন, পুলিশ লাইন রোড, বরিশাল। ব্যবসায় আব্দুল মতিন মৃধা (ডিস্ট্রি-ইউনিলিভার), বানারীপাড়া বাজার, বরিশাল। ব্যবসায় আকন ট্রেডিং, রাজারহাট রোড, পিরোজপুর। ব্যবসায় আজীজ গাজী, আড়ৎদারপট্টি, ঝালকাঠি। উৎপাদনে এশিয়া বিডি, ডামুড্যা বাজার, শরীয়তপুর। ব্যবসায় বাজাজ সেন্টার, সদর রোড, শরীয়তপুর। সেবায় চন্দ্রা রেস্ট হাউজ (আবাসিক), মনোহরী পট্টি, পুরানবাজার, মাদারীপুর। ব্যবসায় সিগমা ট্রেডার্স, মন্টু ভূঁইয়া সড়ক, পুরানবাজার, মাদারীপুর। উৎপাদনে হক কেমিক্যাল ওয়ার্কর্স, ডি কে পি রোড, বরগুনা। ব্যবসায় হুমায়ূন স্টোর, বঙ্গবন্ধু রোড, বরগুনা। ব্যবসায় এ রহমান এ্যান্ড সন্স, মহাজন পট্টি, সরদার রোড, ভোলা। উৎপাদনে পানজা বিড়ি, নতুন শহর, পটুয়াখালী। ব্যবসায় সিকদার অটোস, পটুয়াখালী সদর। উৎপাদনে মুসলিম আয়ুর্বেদিক, শিরইল কলোনি, রাজশাহী। সেবায় রাজশাহী মিষ্টান্ন ভা-ার, গণকপাড়া, রাজশাহী। ব্যবসায় প্রাইড শাড়ি, সাহেব বাজার, রাজশাহী। উৎপাদনে পিসিএল প্লাস্টিক, গন্ডগ্রাম, ফুলদীঘি, বগুড়া। সেবায় এশিয়া সুইট মিট, কাজী নজরুল ইসলাম সড়ক, বগুড়া। ব্যবসায় এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি., সাবগ্রাম, বগুড়া। উৎপাদনে স্কুয়ার ফার্মাসিউটিক্যালস লি., এগ্রোভেট ডিভিশন, শালগাড়িয়া, পাবনা। সেবায় লক্ষ্মী মিষ্টান্ন ভা-ার, আব্দুল হামিদ রোড, পাবনা। উৎপাদনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিডেট, বাঘাবাড়ীঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ব্যবসা- আব্দুল হামিদ ভূইয়া, কালীবাড়ী, সিরাজগঞ্জ। উৎপাদনে নিউ ব্রাদার্স বিস্কুট, শাহাপুর, শান্তহার রোড, নওগাঁ। সেবা খাতে- নওগাঁ মিষ্টান্ন ভা-ার-১, মিষ্টিপট্টি, নওগাঁ। ব্যবসায় মেঘলা এন্টারপ্রাইজ, সাপাহার, নওগাঁ। উৎপাদনে জয়পুরহাট সুগারমিল, জয়পুরহাট। সেবায় শর্ম্মা মিষ্টান্ন ভা-ার, মাড়ওয়ারি পট্টি, জয়পুরহাট। ব্যবসায় হাসান ট্রেডিং, সরদ রোড, জয়পুরহাট। উৎপাদনে ঈগলু ফুডস, বিসিক, চাঁপাইনবাবগঞ্জ। সেবায় আলাউদ্দিন হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, উদয়নমোড়, চাঁপাইনবাবগঞ্জ। ব্যবসায় এ্যানিমন স্টোর, পুরাতন বাজার, চাঁপাইনবাবগঞ্জ। উৎপাদনে আনন্দময়ী স্টেইনলেস স্টীল, বিসিক ইন্ডাস্ট্রিয়াল স্টেট, দওপাড়া, নাটোর। সেবায় নাটোর টাউন প্রেস, ২৮ আলাইপুর, স্টেশন রোড, নাটোর। উৎপাদনে প্রাইম পুষ্টি লিঃ, উঃ মমিনপুর, রংপুর। উৎপাদনে আকিজ বিড়ি ফ্যাক্টরি, পশ্চিম দলিরাম, কিশোরগঞ্জ, নীলফামারী। ব্যবসায় শাকিল মটরস, পৌর মার্কেট, নীলফামারী। উৎপাদনে লায়ন সোপ ফ্যাক্টরি, গোবিন্দ নগর, ঠাকুরগাঁও। সেবায় গোওসিয়া হোটেল এ্যান্ড রেস্টুঃ, নর্থ সার্কুলার রোড, ঠাকুরগাঁও। ব্যবসায় মের্সার্স এস বি এন্টারপ্রাইজ, বঙ্গবন্ধু সড়ক, ঠাকুরগাঁও। উৎপাদনে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিঃ হাতীবান্ধা, লালমনিরহাট। ব্যবসায় স্মরণিকা এন্টারপ্রাইজ, ধাক্কামারা, পঞ্চগড়। সেবা খাতে- মের্সাস পাবনা সুইটস্, টিএ্যান্ডটি রোড. বাহাদুর বাজার, দিনাজপুর। ব্যবসায় নিবারণ চন্দ্র সাহা. ডিবি রোড, গাইবান্ধা। উৎপাদনে ওরিয়েন্টাল অয়েল কোং লিঃ, সামটা, শার্শা, যশোর। সেবায় হাসান ইন্টারন্যাশনাল (আবাসিক হোটেল), যশোর। উৎপাদনে বি, আর, বি কেবল ইন্ডাঃ লিঃ, বিসিক শিল্প নগরী, কুষ্টিয়া। ব্যবসায় তাজ ইন্টারন্যাশনাল, গোয়ালচামঠ, ফরিদপুর। উৎপাদনে এশিয়া বিস্কুট লিঃ, চুয়াডাঙ্গা। ব্যবসায় খান বাজাজ সেন্টার, চুয়াডাঙ্গা। ব্যবসায় টেকেরহাট ট্রেডার্স, গোপালগঞ্জ। উৎপাদনে বদরুন্নেছা কেমিক্যাল, রাজবাড়ী। সেবায় শাহাবাজ টুরিজম, নড়াইল।
×