ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাখালপাড়ার পানি সমস্যা ১০ দিনের মধ্যে সমাধানের নির্দেশ মেয়রের

প্রকাশিত: ০৫:০০, ১৩ জুলাই ২০১৫

নাখালপাড়ার পানি সমস্যা ১০ দিনের মধ্যে সমাধানের নির্দেশ মেয়রের

স্টাফ রিপোর্টার ॥ নাখালপাড়া এলাকার পানির সমস্যা ১০ দিনের মধ্যে সমাধান করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এই সময়ের মধ্যে এই এলাকার পানি সমস্যা সমাধান না হলে ওয়াসা কর্মকর্তাদের নাখালপাড়ায় এনে বসিয়ে রাখা হবে বলে সাবধান করে দেন। মেয়র রবিবার রাজধানীর নাখালপাড়া এলাকা পরিদর্শনকালে একই সঙ্গে ওয়াসাকে বিকল্প উপায়ে পানি সরবরাহ দেয়ারও নির্দেশ দেন। জানা গেছে, রবিবার দুপুরে নাখালপাড়ার লুকাস মোড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এলে এলাকাবাসী তাঁকে ঘিরে ধরেন। এলাকাবাসী মেয়রের কাছে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। এই এলাকায় ওয়াসা দীর্ঘদিন ধরে খনন কাজ করার কারণে এলাকাবাসী পানি সমস্যায় ভুগছেন। এলাকাবাসী বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করার পরও কোন ব্যবস্থা নেয়নি। মেয়র এলাকাবাসীর কথা শোনার পর ওয়াসার প্রধান প্রকৌশলীসহ অন্য কর্মকর্তাদের কাছে পানি সমস্যার বিষয়টি জানতে চান। প্রধান প্রকৌশলীকে তিনি বলেন পানি সমস্যা সমাধানে কত দিন সময় লাগতে পারে। প্রধান প্রকৌশলী জানান, ১০ দিনের মধ্যে সমস্যা সমাধান করা সম্ভব হবে।
×