ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

ঈদের ছুটিতে সরকারী হাসপাতালে রোগীর সেবা নির্বিঘ্নে করতে

প্রকাশিত: ০৫:০০, ১৩ জুলাই ২০১৫

ঈদের ছুটিতে সরকারী হাসপাতালে রোগীর সেবা নির্বিঘ্নে করতে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদের ছুটিতে সরকারী হাসপাতালে রোগীর সেবা নির্বিঘœ রাখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ঈদের ছুটিতে রোগীর সেবা নিয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না। রোস্টার পদ্ধতিতে সব হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রবিবার দুপুরে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ’্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ রাশিদুল হাসান উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম বলেন, ঈদের ছুটিতে হাসপাতালে রোগী সেবার দুর্বিষহ চিত্র দেখা যায়। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে ছুটি নিয়ে বাড়ি চলে যান। এতে রোগীরা হাসপাতালের স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হন। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এসব দিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ঈদের ছুটিতে রোগীর সেবা নিয়ে কোন অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
×