ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে জমি কিনল আইকিয়া

প্রকাশিত: ০৬:৪৪, ১২ জুলাই ২০১৫

ভারতে জমি কিনল আইকিয়া

ভারতের হায়দরাবাদে জমি কিনল বিশ্বের বৃহত্তম আসবাব নির্মাতা আইকিয়া। ভারতে এটাই তাদের কেনা প্রথম জমি। আগামী দশ বছরের মধ্যে ভারতে ১০,৫০০ কোটি টাকা লগ্নি করে ২৫টি বিপণি খোলার পরিকল্পনা সংস্থাটির। তা সফল করার পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধাপ বলে নিজেদের বিবৃতিতে জানিয়েছে আইকিয়া। তাদের দাবি, পাশাপাশি বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লীর রাজধানী অঞ্চলেও জমি দেখার কাজ চলছে। - অর্থনৈতিক রিপোর্টার খুলনায় ২২টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান খুলনা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন ১১টি জেলার ২২টি সর্বোচ্চ মূসক প্রদানকারী প্রতিষ্ঠানকে শুক্রবার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- আব্দুল্লাহ ব্যাটারি কোং, খুলনা; সিটি ইন লিঃ, খুলনা; এশিয়ান পেইন্টস (বিডি) লিঃ, খুলনা; দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস্ লিঃ, বাগেরহাট; হোটেল আল আমিন, বাগেরহাট; সুন্দরবন টেক্সাটাইল মিলস্, সাতক্ষীরা; মেসার্স ভাগ্যকূল মিস্টান্ন ভা-ার, সাতক্ষীরা; আর কে ট্রেডিং, সাতক্ষীরা; মেসার্স পদ্মা বোয়িং লিঃ, বরিশাল; বেস্ট ফুড গার্ডেন, বরিশাল; মেসার্স আব্দুল মতিন মৃধা, বরিশাল; মেসার্স আকন ট্রেডিং, পিরোজপুর; আজিজ গাজী, ঝালকাঠি; এশিয়া বিডি, শরীয়তপুর; বাজাজ সেন্টার, শরীয়তপুর; চন্দ্রা রেস্ট হাউস, মাদারীপুর; সিগমা ট্রেডার্স, মাদারীপুর; মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস, বরগুনা; মেসার্স হুমায়ূন স্টোর, বরগুনা; মেসার্স এ রহমান এ্যান্ড সন্স, ভোলা; পানজা বিড়ি, পটুয়াখালী এবং সিকদার অটোস পটুয়াখালী। -স্টাফ রিপোর্টার, খুলনা অফিস।
×