ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘উন্নয়নে অর্থায়ন’ সম্মেলন আদ্দিস আবাবায় কাল শুরু

প্রকাশিত: ০৬:৩৮, ১২ জুলাই ২০১৫

‘উন্নয়নে অর্থায়ন’ সম্মেলন আদ্দিস  আবাবায় কাল শুরু

কূটনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী উন্নয়নের জন্য টেকসই পন্থা ও বৈশ্বিক কার্যকারিতা খুঁজতে আগামীকাল সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বিশ্ব নেতৃবৃন্দ সমবেত হতে চলেছেন। ‘উন্নয়নে অর্থায়ন’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে বিশ্ব নেতারা জনগণকেন্দ্রিক টেকসই উন্নয়নের জন্য অর্থায়নের লক্ষ্যে শক্তিশালী অংশীদারিত্ব ঘোষণা করবেন। ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্র এ তথ্য প্রকাশ করেছে। জাতিসংঘের মতে, এ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ী নেতাদের কাছে বার্তা পৌঁছানো হবে যে, জনগণের জন্য বিনিয়োগে এটাই উপযুক্ত সময়। ১৬ জুলাই পর্যন্ত চলতে থাকা এ সম্মেলনে জনগণের কল্যাণে সম্পদ ব্যবহারের উপায় নির্ধারণের সুযোগ তৈরি হবে। সম্মেলনে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। আদ্দিস আবাবায় নেশন্স ইকোনমিক কমিশন ফর আফ্রিকায় জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, সম্মেলনে পরিবেশ সুরক্ষিত রেখে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সম্পদের ব্যবহার নিশ্চিত করে কিভাবে টেকসই অর্থনৈতিক উন্নয়ন করা যায় সে পন্থা খোঁজা হবে।
×