ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঙ্কার হার ৬ উইকেটে

ওয়ানডেতে জয় দিয়ে শুরু পাকিস্তানের

প্রকাশিত: ০৬:৩৩, ১২ জুলাই ২০১৫

ওয়ানডেতে জয় দিয়ে শুরু পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সাফল্যের পর ওয়ানডেতেও জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে কাল স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে গেছে আজহার আলির দল। মোহাম্মদ হাফিজের অলরাউন্ড নৈপুণ্যে ভাস্বর ম্যাচটি ছিল কেবলই পাকিদের। টসে হেরে ব্যাটিং পাওয়া লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৫ রানে থেমে যায়। জবাবে ৪৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে দারুণ এক সেঞ্চুরি (১০৩) হাঁকিয়ে ‘নায়ক’ হাফিজ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং প্রতিটি বিভাগে স্বাগতিকদের টেক্কা দিয়ে সাফল্য তুলে নেয় পাকিস্তান। অতিথি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান আসে ছয় নম্বরে নামা দিনেশ চান্দিমালের ব্যাট থেকে। শেষ দিকে মিলিন্দা শ্রীবর্ধনের ২১ বলে ২২ রান ফাইটিং স্কোর এনে দেয়। এছাড়া অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ও অভিজ্ঞ ওপেনার তিলকারতেœ দিলশান প্রত্যেকে করেন ৩৮ রান করে। পাকিস্তানের হয়ে হাফিজ ৪টি, রাহাত আলি নেন ২টি করে উইকেট। জবাবে ৬৫ রানে দুই ওপেনারকে (আজহার ২১, শেহজাদ ২৯) হারালেও দুর্বার গতিতে দলকে জয়ের দিকে নিয়ে যান হাফিজ। ৯৫ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হন তিনি। এটি তার দশম সেঞ্চুরি। ২০১৩ সালে আবুধাবিতে নিজের শেষ সেঞ্চুরি পেয়েছিলেন হাফিজ। ৪ উইকেট ও সেঞ্চুরিÑ পাকিস্তানের হয়ে নবমসেরা অলরাউন্ড নৈপুণ্যের নজির এটি। ওপেনার হলেও তিন নম্বর পজিশনে নেমে এ নিয়ে তিনটি সেঞ্চুরি হাঁকালেন হাফিজ। পাকিস্তানের হয়ে এমন কীর্তি আছে ছয় ব্যাটসম্যানের। হাফিজ যখন সাজঘরে ফেরেন ৩৫ ওভারে পাকিস্তানের রান তখন ১৯৮। বাকি কাজটুকো করতে খুব একটা কষ্ট হয়নি শোয়েব মালিক ও মোহাম্মদ রিজোয়ানের। ঘরের মাটিতে গত জিম্বাবুইয়ে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন সাবেক অধিনায়ক মালিক। ফিরে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ফর্মের সে ধারা বয়ে আনেন এখানেও। ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় অপারাজিত ৫৫ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন মালিক। দারুণ জয়ের মধ্য দিয়ে প্রথম চাপটা জয় করল পাকিরা। কারণ কারণ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে সিরিজটি ৩-২ ব্যবধানে জিততে হবে আজহার আলিদের! ৩০ সেপ্টেম্বর-২০১৫ পর্যন্ত আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলই কেবল সেখানে খেলতে পারবে। বাংলাদেশের কাছে ‘হোয়াইটওয়াশ’ হওয়া পাকিস্তান এখন ‘নয়’ নম্বরে। ‘হাফিজের কথা আলাদা করে বলতে হবে। অসাধারণ অলরাউন্ড পারর্মেন্স করেছে সে। বল হাতে প্রথমে লঙ্কানদের অল্পতে বেঁধে রাখার পর, ব্যাটিংয়ে ছিল অগ্রসেনানী হিসেবে।’ বলেন অধিনায়ক আজহার। স্কোর ॥ শ্রীলঙ্কা ইনিংস ২৫৫/৮ (৫০ ওভার; চান্দিমাল ৬৫*, দিলশান ৩৮, ম্যাথুস ৩৮, কুশল ২৬, থিরিমান্নে ২৩, শ্রীবর্ধনে ২২, মালিঙ্গা ৪*; হাফিজ ৪/৪১, রাহাত ২/৪৪, আনোয়ার ১/৩৮, ইয়াসির ১/৪৬) পাকিস্তান ইনিংস ২৫৯/৪ (৪৫.২ ওভার; হাফিজ ১০৩, মালিক ৫৫*, শেহজাদ ২৯, আজহার ২১, রিজোয়ান ২০*; লাকমল ১/২১, ম্যাথুস ১/২২, থিসারা ১/৩২, দিলশান ১/৪৫) ফল ॥ পাকিস্তান ৬ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ হাফিজ (পাকিস্তান) সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে পাকিস্তান ১-০এ এগিয়ে সংগঠক মোস্তাকের মৃত্যুতে শোক স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ গত শুক্রবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অফিসিয়ালস, সর্বস্তরের খেলোয়াড় ও টেনিস অনুরাগীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
×