ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উইম্বলডনে সেরেনাই চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩১, ১২ জুলাই ২০১৫

উইম্বলডনে সেরেনাই চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনের শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। শনিবার টুর্নামেন্টের ফাইনালে স্পেনের গারবিন মুগুরুজাকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন তিনি। সেই সঙ্গে টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে প্রমীলা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের রেকর্ডও গড়লেন ৩৩ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। এটি তাঁর ক্যারিয়ারের ২১তম মেজর শিরোপা। শিরোপা জয়ের লড়াইয়ে টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করেন স্পেনের মুগুরুজাকে। উইম্বলডনে সেরেনা উইলিয়ামসের এটা ষষ্ঠ শিরোপা জয়। ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভাকে আগেই টপকে গেছেন সেরেনা উইলিয়ামস। তাঁর সামনে এখন মার্গারেট কোর্ট (২৪) ও স্টেফিগ্রাফ (২২)। উইম্বলডনের ফাইনালে স্পেনের গারবিন মুগুরুজাকে হারিয়ে তাঁদের ছোঁয়ার আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন সেরেনা। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মারিয়া শারাপোভাকেও গুঁড়িয়ে দেন তিনি। তাই ফাইনালে স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তাঁর। শেষ পর্যন্ত সেটাকেই বাস্তবে প্রমাণিত করলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা সেরেনা। এর ফলে চলতি বছরে সেরেনার জয়ের রেকর্ড ৩৯-১। মুগুরুজাকে হারানোর ফলে দ্বিতীয়বারের মতো একই সময়ে চারটি গ্র্যান্ডসøাম জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। ২০০২-০৩ মৌসুমে প্রথমবার টানা চার শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন আমেরিকান এই টেনিস তারকা। প্রথম নারী খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো ব্যাক টু ব্যাক ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জয়ের কৃতিত্বও দেখালেন তিনি। সেরেনার সামনে এখন হাতছানি দিচ্ছে ‘ক্যালেন্ডার গ্র্যান্ডসøাম’ জয়ের। ১৯৮৮ সালে সর্বশেষ নারী খেলোয়াড় হিসেবে ‘ক্যালেন্ডার গ্র্যান্ডসøাম’ জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন জার্মানির স্টেফিগ্রাফ। মুগুরুজাকে হারিয়ে মোট গ্র্যান্ডসøামে গ্রাফের কাছাকাছি চলে এলেন সেরেনা। ১৯৯৬ সালে কঞ্চিতা মার্টিনেজ যখন সর্বশেষ স্প্যানিশ নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় করেন, তখন মুগুরুজার বয়স মাত্র নয় মাস। ২১ বছর বয়সী মুগুরুজার সামনে ছিল দীর্ঘদিন পর স্পেনকে উইম্বলডনের শিরোপা উপহার দেয়ার সুযোগ। কিন্তু সেই স্বপ্ন খুন করে দিলেন সেরেনা।
×