ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ১৪ জুলাই থেকে ট্রাক পারাপার বন্ধ

প্রকাশিত: ০৫:৫২, ১২ জুলাই ২০১৫

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ১৪ জুলাই থেকে ট্রাক পারাপার বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়েছে। শনিবার শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে এ সভায় ১০ কিলোমিটারের মধ্যে ইউ টার্ন বন্ধসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এতে আলোচনায় অংশ নেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার এবিএএম মাসুদ হোসেন, নৌ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান, এএসপি শামসুজ্জামান বাবু, বিআইডব্লিউটিসির এজিএম আশিকুজ্জামান, ওসি মোঃ রিজাউল হক, বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, বাস মালিক সমিতি, কোস্টগার্ড, লঞ্চ মালিক সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার প্রতিনিধি। লৌহজংয়ের ইউএনও মোঃ খালেকুজ্জামান জানান, ঈদে দক্ষিণবঙ্গের যাত্রীদের নির্বিঘেœ ফেরিসহ সকল নৌযান পারাপার, বাস চলাচল ও যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যানজট এড়াতে আগামী ১৪ জুলাই থেকে ফেরিতে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকসহ সকল ধরনের ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। অতি জরুরী ছাড়া কোন ট্রাক পার হতে দেয়া হবেনা। ১০ কিমি দূরে শ্রীনগর উপজেলার ছনবাড়িতে এ সব ট্রাক আটকে দেয়া হবে। তাছাড়া ছনবাড়ি হতে শিমুলিয়া ঘাট পর্যন্ত এ দীর্ঘপথে কোন যাত্রীবাহী বাসকে পথিমধ্যে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে যাবার জন্য বাস ইউটার্ন বা ঘুরাতে দেয়া হবেনা। সকল বাসকে ঘাটে গিয়ে ঘুরে ঢাকায় যেতে হবে। নতুবা ইউটার্নের ফলে রাস্তায় যানজট লেগে যায় এবং একই সঙ্গে যাত্রীদের দীর্ঘপথ হেঁটে ভোগান্তির শিকার হতে হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি আনসার ও কমিউনিটি পুলিশ, স্কাউট ছাড়াও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
×