ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে দেশ ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৫১, ১২ জুলাই ২০১৫

মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে দেশ ॥ মুহিত

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংক ইতোমধ্যে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আশা করি ২০১৮ সালে জাতিসংঘ বৈঠকে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দেবে। সরকারের পরিকল্পনার অনেক আগেই বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে। অর্থমন্ত্রী শনিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে নির্মাণাধীন মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। সিলেট নজরুল একাডেমির ভূমি ও ভবন ভূমি খেঁকো জামায়াত শিবির দুর্বৃত্তদের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে তিনি নির্দেশ দেন। শনিবার সিলেট নজরুল একাডেমির সাধারন সম্পাদক অর্থমন্ত্রীকে একাডেমির ভূমি রক্ষার প্রয়োজনীয় কাগজপত্র ও সর্বশেষ অবস্থা অবহিত করলে তিনি এ আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার আরশ আলী, জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ, সিপিবির সভাপতি এ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইইউ শহিদুল ইসলাম শাহিন ও আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী।
×