ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিয়াঙ্কা চোপড়ার ‘গঙ্গাজল-২’

প্রকাশিত: ০৭:০৬, ১১ জুলাই ২০১৫

প্রিয়াঙ্কা চোপড়ার ‘গঙ্গাজল-২’

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার যে কোন কাজ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। সেটাই চলচ্চিত্রে অভিনয়ই হোক, কিংবা আইটেম গানে পারফর্ম হোক অথবা কোন রিয়েলিটি শোতে অতিথি হোক। সবকিছুই অনেকটাই গুছিয়ে করেন প্রিয়াঙ্কা। বিশেষ করে গুছিয়ে কথা বলার জন্যও নন্দিত এই বলিউড তারকা। অভিনয় এবং নৃত্য গুণে অসংখ্য নন্দিত ও সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। সম্প্রতি এই সুন্দরী অভিনেত্রী শেষ করলেন তার নতুন চলচ্চিত্রের শূটিংয়ের কাজ। এ কাজ শেষ হওয়ায় তার অবশ্য মন ভাল নেই, রূপ মাধুর্যের জ্বর। কারণ তার নতুন কাজ ‘গঙ্গাজল’ চলচ্চিত্রের সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে ‘গঙ্গাজল-২’। এ চলচ্চিত্রের কাজে এতটাই মনোনিবেশ করেছিলেন যে শূটিং শেষে মনটাই খারাপ হয়ে গেয়েছে। কাজপাগল প্রিয়াঙ্কার এ জন্য অবশ্য সুনাম আছে। জানা গেছে ‘গঙ্গাজল-২’ চলচ্চিত্রে কাহিনী আবর্তিত হয়েছে আভা মাথুর নামের এক মহিলা পুলিশ অফিসারকে ঘিরে। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এক এলাকায় কিছু স্থানীয় ক্ষমতাবানের বিরুদ্ধে তার অভিযান দেখা যাবে এ চলচ্চিত্রে। গত এক মাস ধরে ভোপালে এই চলচ্চিত্রের শূটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। চলচ্চিত্রের চরিত্রের সঙ্গে, শূটিং ইউনিটের সঙ্গে এতটাই একাত্ম হয়ে পড়েছিলেন যে, শূটিংয়ের উপান্তে এসে মন খারাপ বোধ করছেন এখন। তার টুইটার-বার্তায় সে কথাই জানিয়েছেন ৩২ বছরের অভিনেত্রী। তবে চলচ্চিত্রের নামে সিক্যুয়েল বটে, তবে প্রিক্যুয়েলের থেকে এ চলচ্চিত্রের কাহিনী-কাঠামো একেবারেই আলাদা। পরিচালক প্রকাশ ঝা তার ২০০৩-এর চলচ্চিত্র ‘গঙ্গাজল’-এ যে কাস্টিং রেখেছিলেন, তার থেকে তিনি খানিকটা সরে এসেছেন ‘গঙ্গাজল ২’-এ। এমনকী, এ বারে অজয় দেবগনও উপস্থিত থাকছেন না চিত্রনাট্যে। এ বছরের শেষদিকে মুক্তি পেতে পারে ‘গঙ্গাজল-২’।
×