ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর শোক বীর মুক্তিযোদ্ধা এমএ আজিজ আর নেই

প্রকাশিত: ০৬:০০, ১১ জুলাই ২০১৫

প্রধানমন্ত্রীর শোক বীর মুক্তিযোদ্ধা এমএ আজিজ আর নেই

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিয়ানীবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আজিজ (৯৮) আর নেই। বৃহস্পতিবার বিকেলে নগরীর কালিঘাটস্থ তাঁর মেয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি...রাজিউন)। তিনি দুই পুত্র ও তিন কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এম এ আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তায় বলেন, এমএ আজিজের মৃত্যুতে বিয়ানীবাজারের জনগণ একজন ত্যাগী নেতাকে হারালেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তিনি বলেন, অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তার মৃত্যুতে একজন পরীক্ষিত সংগঠককে হারাল। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
×