ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাফুফে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল

চূড়ান্ত পর্বে যশোর

প্রকাশিত: ০৫:৫৭, ১১ জুলাই ২০১৫

চূড়ান্ত পর্বে যশোর

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সেইলর-বাফুফে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এ শুক্রবারের খেলায় যশোরে অনুষ্ঠিত ফাইনালে যশোর ১-০ গোলে খুলনাকে হারায়। বিজয়ী দলের একমাত্র গোলটি করে মিজানুর রহমান। এই জয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল যশোর। এই খেলার মধ্যদিয়ে আটটি ভেন্যুর মধ্যে সাতটি ভেন্যুর খেলা শেষ হলো। এর আগে ছয় ভেন্যুর খেলায় চ্যাম্পিয়ন হয়Ñ গোপালগঞ্জে বরিশাল, মৌলভীবাজারে সিলেট, ঠাকুরগাঁওয়ে স্বাগতিক ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গায় নারায়ণগঞ্জ, টাঙ্গাইলে ঢাকা এবং রাজশাহীতে নাটোর অনুর্ধ-১৫ জেলা ফুটবল দল। এখন শুধু বাকি আছে চট্টগ্রাম ভেন্যুর খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় গত ২ জুলাই থেকে দেশের ৮ ভেন্যুতে ৬১ জেলায় (বগুড়া, ভোলা, ঝালকাঠি জেলা ব্যতীত) অনুর্ধ-১৫ ফুটবল দলের অংশগ্রহণে ‘সেইলর-বাফুফে অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫’-এর খেলা শুরু হয়। এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে নকআউট পদ্ধতিতে। ভেন্যু চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে। প্রত্যেক ভেন্যু চ্যাম্পিয়নকে নিয়ে ঢাকায় লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মূল পর্বের খেলা। অনুর্ধ-১৬ সাফ, অনুর্ধ-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব এবং ২০১৭ সালে ভারতে অনুষ্ঠিতব্য ‘অনুর্ধ-১৭ বিশ্বকাপ ফুটবল’ খেলাকে সামনে রেখে এ আসরটি আয়োজন করা হচ্ছে। এখান থেকে সেরা খেলোয়াড়দের অনেকেই এ আসরগুলোর দলে স্থান পাবে। বাফুফের আশা, এ টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশ থেকে অনেক ভালমানের ফুটবলার বেরিয়ে আসবে। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দল পাচ্ছে ২৫ হাজার টাকা। আর ৮ ভেন্যুর আয়োজকের প্রত্যেকে পাচ্ছে ৫০ হাজার টাকা করে। এ আসরের পৃষ্ঠপোষক ইপিলিয়ন গ্রুপ।
×