ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের বাঁধে টোল আদায় শুরু

প্রকাশিত: ০৫:৫১, ১১ জুলাই ২০১৫

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের বাঁধে টোল আদায় শুরু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ জুলাই ॥ টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর-ভূঞাপুর লিংক রোড পাথাইলকান্দী থেকে গোবিন্দাসী পর্যন্ত কন্ট্রাক্ট-৭ নামক বন্যা নিয়ন্ত্রণ সাত কিলোমিটার বাঁধের উপর দিয়ে ট্রাক চলাচলের ওপর টোল ধার্য করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত ১ জুলাই রাত ১২টার পর থেকে এ টোল আদায় শুরু হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর এ বাঁধের ওপর দিয়ে ট্রাক চলাচলে টোল ধার্য করায় ট্রাক মালিক ও শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টোল আদায় শুরুর ফলে সরকার এখান থেকে রাজস্ব পাবে বলে জানান কর্তৃপক্ষ। বাঁধের উপর দিয়ে প্রতিদিন যমুনা নদীর ২৩টি বালু বিক্রয় ঘাট হতে ৩৫০ থেকে ৪০০ ট্রাক বালু এবং সপ্তাহে দু’দিন রবিবার ও বৃহস্পতিবার দেশের সর্ববৃহৎ গোবিন্দাসী গরুর হাট থেকে ৭০০ থেকে ৮০০ গরুর ট্রাক যাতায়াত করে। মেসার্স হাফিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাফিজুর রহমান তালুকদার এক বছরের জন্য ১ কোটি ২৬ লাখ টাকায় টোল আদায়ের ইজারা নেন। এ বাঁধের উপর দিয়ে চলাচলকারী বড় ট্রাকের জন্য ১৫০, মাঝারি ট্রাকের জন্য ১০০ ও মিনি ট্রাকের জন্য ৪০ টাকা টোল নির্ধারণ করা হলেও প্রাইভেটকার, মাইক্রেবাস, সিএনজি, ভ্যান-রিক্সাসহ মোটরসাইকেলের টোল আদায় করা হবে না। এদিকে বঙ্গবন্ধু সেতুর বন্যা নিয়ন্ত্রণ এ বাঁধ দিয়ে দীর্ঘ ১৮ বছর পর ট্রাক চলাচলে টোল চালু হওয়ায় সাধারণ ট্রাক মালিক ও শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
×