ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪০ হাজার সৈন্য ছাঁটাই নিশ্চিত করল মার্কিন সেনা কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৫:৪৪, ১১ জুলাই ২০১৫

৪০ হাজার সৈন্য ছাঁটাই নিশ্চিত করল  মার্কিন সেনা  কর্তৃপক্ষ

মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আগামী দুই বছরের মধ্যে ৪০ হাজার সৈন্য ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের। চলতি সপ্তাহে এ সংক্রান্ত যে খবর ফাঁস হয়েছিল তা নিশ্চিত করতে এ কথা বলা হয় । খবর এএফপির। মার্কিন সেনাবাহিনীর ফোর্স ম্যানেজমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল র‌্যান্ডি জর্জ পেন্টাগনে এক প্রেস কনফারেন্সে বলেন, ‘সৈন্য সংখ্যা হ্রাস করতে আমাদের যা করা সম্ভব তা করব।’ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৮ শতাংশ হ্রাস করা হবে। এই বাহিনীর সদস্য সংখ্যা ৪ লাখ ৯০ হাজার থেকে কমিয়ে ৪ লাখ ৫০ হাজার করা হবে। র‌্যান্ডি আরও বলেন, ‘এটা করা খুবই কঠিন। কিন্তু এটা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
×