ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বল্গাহীন পুঁজিবাদ শয়তানের বিষ্ঠা ॥ পোপ ফ্রান্সিস

প্রকাশিত: ০৫:৪৩, ১১ জুলাই ২০১৫

বল্গাহীন পুঁজিবাদ  শয়তানের বিষ্ঠা ॥ পোপ ফ্রান্সিস

পোপ ফ্র্যান্সিস বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে দিতে নিপীড়িত মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কৃচ্ছ্রনীতি চাপিয়ে দেয় এমন সংস্থাগুলোর নয়া উপনিবেশবাদের নিন্দা করেন। তিনি দরিদ্রেরে শ্রম আশ্রয় ও ভূমির পবিত্র অধিকারগুলো নিশ্চিত করারও আহবান জানান। খবর গার্ডিয়ান অনলাইনের। বলিভিয়া সফরকালে বৃহস্পতিবার দেয়া এক দীর্ঘ ও আবেগময় ভাষণে পোপ স্থানীয় আমেরিকানদের প্রতি আচরণের ক্ষেত্রে রোমান ক্যাথলিক চার্চের সংঘটিত পাপের জন্য ক্ষমা ভিক্ষা করেন। তার ভাষায় তথাকথিক আমেরিকা বিজয়ের সময়ে ওই পাপচার ঘটেছিল। পোপ মধ্যপ্রাচ্য ও এর বাইরে চলমান তার ভাষায় খ্রীস্টান ‘গণগত্য’ অবিলম্বে বন্ধ করারও দাবি জানান। তিনি একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে বর্ণনা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যত্র কিভাবে আমাদের ভাইবোনদের অনেককে যীশুর প্রতি তাদের বিশ্বাসের কারণে নিপীড়ন, নির্যাতন ও হত্যা করা হয় তা দেখে আমরা আতঙ্কিত। তিনি বলেন, খ-ে খ-ে পরিচালিত এ তৃতীয় বিশ্বযুদ্ধ যা আমরা এখন দেখতে পাচ্ছি, তা এক ধরনের চলমান গণহত্যা এবং এর অবশ্যই অবসান ঘটাতে হবে। চতুর্থ দশকের এক বিশপের উদ্ধৃতি দিয়ে পোপ ফ্রান্সিস সীমাহীন অর্থান্বেষণ অর্থাৎ বলগাহীন পুঁজিবাদকে ‘শয়তানের বিষ্ঠা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, দরিদ্র দেশগুলোকে উন্নত দেশগুলোর কাঁচামাল ও সস্তাশ্রমের সরবরাহকারীতে পরিণত করা উচিত নয়।
×