ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোল্টবিহীন ডায়মন্ড লীগে গ্যাটলিন-পাওয়েলের লড়াই

প্রকাশিত: ০৭:১৪, ১০ জুলাই ২০১৫

বোল্টবিহীন ডায়মন্ড লীগে গ্যাটলিন-পাওয়েলের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে ডায়মন্ড লীগ মিট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উসাইন বোল্ট। আর জ্যামাইকান তারকার অনুপস্থিতিতে আজ সুইজারল্যান্ডে ট্র্যাকে নামবে জাস্টিন গ্যাটলিন, টাইসন গে এবং আসাফা পাওয়েল। ডোপিং নিয়ে প্রতারণার পর জাস্টিন গ্যাটলিন এবং টাইসন গে ১০০ মিটারের লড়াইয়ে একে অন্যের মুখোমুখি হবে। যার দিকে অতিরিক্ত নজর থাকবে সবার। ডোপিং থেকে নিষেধাজ্ঞা কাটিয়ে গত মৌসুমে এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন গে। সেবার তিনি দ্বিতীয় হয়েছিলেন। তবে এবার সেই আক্ষেপ ঘুচাতে মরিয়া তিনি। বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে নিজেকে প্রমাণের এটাই সেরা মঞ্চ হিসেবে মন্তব্য করছেন আমেরিকান স্প্রিন্টার। এ বিষয়ে ৩২ বছর বয়সী এই তারকা দৌড়বিদ বলেন, ‘আগামী মাসেই শুরু হবে বিশ্বচ্যাম্পিয়নশিপ, তার আগে আমাকে যেভাবেই হোক সেরা দৌড়টাই দৌড়াতে হবে। আমি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছি। তাই মানসিকভাবে আমাকে অনেক কাজ করতে হবে। বিশেষ করে বডিকে নিয়ন্ত্রণ করার কৌশল নিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘মৌসুম শুরুর পর থেকে এটা চতুর্থ প্রতিযোগিতা। এখানে আমাকে মেলে ধরার সুযোগ রয়েছে। আশা করি সেটা কাজে লাগাতে পারব আমি।’ ২০০৪ অলিম্পিকের চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাটলিন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। পরের বছর মস্কোতে রৌপ্যপদক জেতা এই স্প্রিন্টার বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি মৌসুমের শুরুতেই দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লীগ মিটে ৯.৭৪ সেকেন্ড নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছিলেন তিনি। যা চলতি মৌসুমের সেরা টাইমিং। জাস্টিন গ্যাটলিন এবং টাইসন গের পরে রয়েছেন আসাফা পাওয়েল। সুইজারল্যান্ডের এই ডায়মন্ড লীগ মিটের ১০০ মিটারে চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৪ সালে প্রথম আর সর্বশেষ ২০১১ সালে সেরা হওয়ার আগে ২০০৮-০৯ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন তিনি। এবারও ফেবারিটের তকমটা গায়ে মেখে ট্র্যাকে নামবেন এই জ্যামাইকান স্প্রিটার। সুইজারল্যান্ডের ডায়মন্ড লীগের এই মিটে উসাইন বোল্ট অংশগ্রহণ না করলেও জ্যামাইকান কিংবদন্তি নিজেকে প্রস্তুত করছেন আসন্ন পরীক্ষার জন্য। কেননা ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকের আগে বেজিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে নিজেকে মেলে ধরার সেরা মঞ্চ। আর জ্যামাইকান গতিরদানব উসাইন বোল্টও ঠিক সেভাবে প্রস্তুত করছেন বেজিংয়ের লড়াইয়ের জন্য।
×