ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার পতনে ঘুষ দেয়ার দায়ে বারলুসকোনির কারাদণ্ড

প্রকাশিত: ০৭:০৬, ১০ জুলাই ২০১৫

সরকার পতনে ঘুষ দেয়ার দায়ে বারলুসকোনির কারাদণ্ড

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে তিন বছরের কারাদ- দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে। তৎকালীন মধ্য-বামপন্থী সরকারের পতন ঘটাতে ২০০৬ সালে এক সিনেটরকে ঘুষ দেয়ার দায়ে বুধবার দেশটির নেপলসের একটি আদালত তাকে এ দ- দেয়। খবর বিবিসির। আইনের মারপ্যাঁচে ৭৮ বছর বয়সী এই ধনকুবেরকে জেল খাটতে হবে না। বারলুসকোনির বিরুদ্ধে অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদির নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে আসার জন্য সিনেটর সার্জিও দি গ্রেগরিওকে ৩৩ লাখ ইউরো ঘুষ দিয়েছেন তিনি। তার ঘুষ দেয়ার বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। ওই সিনেটর তা আদালতে স্বীকারও করেছেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বারলুসকোনি। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তার আইনজীবী নিক্কোলো গেদিনি বলেছেন, এই দ- ‘অযৌক্তিক’ এবং তার মক্কেলের প্রতি ‘অবিচার’ হয়েছে। তবে ‘স্ট্যাচিউট অব লিমিটেশনসের’ কারণে বারলুসকোনিকে কোন দ- ভোগ করতে হবে না। রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হেনরি জন উডকক বলেন, ভাল একটি বিচার হয়েছে। কিন্তু কারাদ-ের রায়টি কার্যকর হবে না, এটাই দুঃখজনক। ইতালির চারবারের প্রধানমন্ত্রী বারলুসকোনির বিরুদ্ধে আরও মামলা রয়েছে। কর ফাঁকির মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ইতালিতে ৭৫ বছরের বেশি বয়সীদের কারাদ- দেয়া হয় না বলে তাকে বাধ্যতামূলক সমাজসেবায় শ্রম দিতে হচ্ছে। সেরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের সেরা মিউজিয়ামের শিরোপা পেল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। আন্তর্জাতিক একটি ভ্রমণ ওয়েবসাইটই এই পালক গুঁজে দিয়েছে ভিক্টোরিয়ার মুকুটে। পর্যটকদের মন্তব্যের নিরিখেই ১৯২১ সালে নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সেরা নির্বাচন করা হয়েছে। ২০১৭ সালেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালা হয়ে উঠবে আন্তর্জাতিক মানের। -ওয়েবসাইট অতিরিক্ত গরমে লিঙ্গ বদল অত্যধিক গরম আবহাওয়ার ফলে অদ্ভুত পরিবর্তনের শিকার হচ্ছে অস্ট্রেলিয়ার ড্রাগন লিজার্ড প্রজাতি। তাপমাত্রা বাড়ার ফলে লিঙ্গ বদল করছে এই প্রজাতি। ইউনিভার্সিটি অব ক্যানবেরার গবেষকরা বলেছেন, পুরুষ লিজার্ডরা ডিম পাড়ছে ও ডিম ফুটিয়ে সন্তানের জন্ম দিচ্ছে। লিঙ্গ পরিবর্তন এতই বেশিমাত্রায় হচ্ছে যে, নারী সেক্স ক্রোমোজোম মাঝে মাঝে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। এই প্রথম সরীসৃপদের এই ধরনের লিঙ্গ বদলের প্রমাণ পাওয়া গেল। গবেষণার ফল নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। -জি নিউজ
×