ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ে সফরে প্রথম ওয়ানডে শুক্রবার, আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক

রাহানের কাছে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই!

প্রকাশিত: ০৭:১০, ৯ জুলাই ২০১৫

রাহানের কাছে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই!

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রেখে জিম্বাবুইয়ে সফর করছে ভারত। তারুণনির্ভর দলের নেতৃত্বে অজিঙ্কা রাহানে। প্রতিভাবন এই ব্যাটসম্যান বলেছেন, সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই, দলীয় নৈপুণ্যে সেরাটা দেয়াই গুরুত্বপূর্ণ। হারারেতে শুক্রবার প্রথম ওয়ানডে দিয়ে শুরু মাঠের লড়াই। পাঁচ ওয়ানডে শেষে রয়েছে দুই টি২০। কোন রকম অহঙ্কার থেকে নয়, বাংলাদেশ সফরের লজ্জা ভুলে দলে আত্মবিশ্বাস ফেরাতেই এমনটা বলেছেন চমৎকার মনের মানুষ রাহানে। ‘একটা দলে সিনিয়র-জুনিয়র বলে কিছু হয় না। দল তো দলই। পনেরো ক্রিকেটারই সমান গুরুত্বপূর্ণ, প্রত্যেকের নিজের ওপর আস্থা রাখতে হবে। অধিনায়ক হিসেবে এই সিরিজে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, আমি সেটির ওপর বিশ্বাস রাখতে চাই। আমরা আত্মবিশ্বাসী, সিরিজ জিতেই দেশে ফিরব।’ জিম্বাবুইয়ে সফরে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ একাধিক তারকা ক্রিকেটারকে বাইরে রাখা হয়েছে। প্রতিপক্ষ ছোট হলেও তাই অধিনায়ক রাহানের জন্য চ্যালেঞ্জটা বড়। ‘আমি বর্তমান নিয়ে ভাবতে পছন্দ করি। ভারত দলের অধিনায়ক হয়ে নিজের জন্য গর্ব হচ্ছে। বোর্ড ও নির্বাচকদের ধন্যবাদ। এটা আমার নিজের এবং দলের আত্মবিশ্বাস ফেরানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ সফরের শেষটা ভাল হয়নি।’ এক ঝাঁক প্রতিষ্ঠিত পারফর্মারকে ছাড়া কাজটা কঠিন বলেও মনে করেন মাঠ ও মাঠের বাইরে দারুণ আকর্ষণীয় চরিত্র রাহানে। ‘জানি প্রতিষ্ঠিত অনেকে বিশ্রামে। তবে যে দলটা পেয়েছি এটা মন্দ নয়। ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে ভাল খেলা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। অধিনায়ক হিসেবে তাদের পাশে থাকা এবং আত্মবিশ্বাসী করে তোলা গুরুত্বপূর্ণ। সিনিয়রদের ছাড়াই বিদেশ সফর আরও চ্যালেঞ্জিং। আশা করছি চ্যালেঞ্জটা উতড়ে যেতে পারব।’ পূর্ববর্তী অধিনায়কদের কাছ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চান নতুন অধিনায়ক। রাহানে আরও যোগ করেন, ‘আমি প্রথমত মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শিখেছি, কি করে মাথা ঠা-া রাখতে হয়। ও যে কোন পরিস্থিতিতে অদ্ভুতভাবে শান্ত থাকতে পারে। আমার মনে হয় নেতৃত্বের জন্য এই গুণটা খুবই জরুরী।’ তিনি আরও যোগ করেন, ‘রাহুল ভাইয়ের (রাহুল দ্রাবিড়) কথা আলাদা করে বলতে হয়, সে সবকিছু সহজাতভাবে দেখত। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সুবাদে খুব কাছে থেকে দেখেছি। তার মতো একজন গ্রেটের কাছ থেকে অনেক কিছু শিখেছিও। পাশাপাশি দলে হরভজন সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। প্রয়োজনে মাঠে তার পরামর্শ নেয়া যাবে।’ বাংলাদেশ সফরে সুবিধা করতে না পারলেও সম্প্রতি নিজের ব্যাটিং ফর্ম নিয়ে সন্তুষ্ট রাহানে। ‘গত দেড় বছর ধরে আমি ভাল ব্যাটিং করছি। একদিনের ক্রিকেটেও ধারাবাহিকতা বাজায় রাখতে চাই। ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চাই। প্র্যাকটিসে এ নিয়ে কাজ করি, পরে যখন ব্যাটিংয়ে নামি তখন সেটি কাজে লাগাতে চেষ্টা করি।’
×