ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদ নাটকে মূকাভিনয়

প্রকাশিত: ০৪:২৯, ৯ জুলাই ২০১৫

ঈদ নাটকে মূকাভিনয়

সংস্কৃতি ডেস্ক ॥ সংস্কৃতির গুরুত্বপূর্ণ এক মাধ্যম মূকাভিনয়শিল্প। তবে বাংলাদেশে অনেকটাই পিছিয়ে বিশ্বব্যাপী নান্দনিক এ শিল্প। যদিও বাংলাদেশে এ মূকাভিনয় শিল্প নিয়ে নানা ধরনের কাজ হচ্ছে। এরই ধারাবাহিকতায় টিভি নাটকে যুক্ত হয়েছে মূকাভিনয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবার ঈদে একটি টিভি নাটকে মূকাভিনয় দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাজনীন হাসান চুমকী। ‘পিপলু’স শো’ নামের এই নাটকটি ঈদের ষষ্ঠ দিন রাত ৭-৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে। এখানে অভিনয় করেছেন শাহাদাত ও মম। ‘পিপলু’স শো’ নাটকের গল্পে দেখা যাবে, লতিফ খান একজন মূকাভিনয় শিল্পী। গ্রাম থেকে শহরে এসে কোন কাজ না পেয়ে অবশেষে একটা রেস্টুরেন্টে মাইমের শো করে সে। লতিফের ছোট ভাই নাফিজও লতিফের কাছে আসে পড়াশোনার জন্য। আর তাই এখন খরচ বহন করতে অনেক কষ্ট হয় লতিফের। সে রেস্টুরেন্টে মূকাভিনয় প্রদর্শনের পাশাপাশি চাকরি খুঁজতে থাকে। একটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে তার পছন্দ হয় একটা সুন্দরী মেয়েকে। কিন্তু নিজের সামাজিক অবস্থান চিন্তা করে কিছুই বলতে পারেনা সে। তবে নানাভাবে কৌশলে জানালেও মেয়েটি লতিফকে কোন পাত্তা দেয় না। কিন্তু একদিন সেই মেয়েটিই রেস্টুরেন্টে পিপলু’স শো দেখতে আসে। লতিফ খুব খুশি হয়। মেয়েটি পিপলু’স শো খুব পছন্দ করে। সে প্রায়শই শো দেখতে আসে। এর মধ্যে একদিন মেয়েটি তার ছেলে বন্ধুকে নিয়ে একদিন শো দেখতে এলে লতিফ শো দেখাতে দেখাতে কেঁদে ফেলে। এরই মধ্যে একদিন রেস্টুরেন্টের ম্যানেজারকে সেই মেয়েটি জানায় জন্মদিনে তার পিপলু’স শো চাই। নির্দিষ্ট দিনে ম্যানেজার লতিফকে ঠিকানা ধরিয়ে পাঠিয়ে দেয়। লতিফ গিয়ে যখন দেখে যে সেই মেয়োটারই জন্মদিন আর তাকে সেখানে পারফর্ম করতে হবে তখন সে নিজের মুখে মেকাপ নিয়ে নিজেকে ঢেকে ফেলে। তারপর শো করে। কিন্তু শো শেষে মেয়েটি বলে যে সে মেকাপ ছাড়াই পিপলুকে দেখতে চায়। অনেকবার বলার পরে লতিফ শুধু মাত্র মেয়েটির জন্মদিনের জন্য নিজের মেকাপ তুলে ফেলে। মেয়েটা যখন দেখে যে এই পিপলুই সেই লতিফ তখন সে রাগ করে। অপমানিত হয়ে লতিফ গ্রামের বাড়িতে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। সেই সময় তার সামনে এসে দাঁড়ায় মেয়েটি। সে তার ভুলের জন্য ক্ষমা চায় লতিফের কাছে আর সেই সঙ্গে জানায় সে লতিফকে ভালবাসে। আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে লতিফ। প্রসঙ্গত, বাংলাদেশে মূকাভিনয় শিল্প এখন বেস জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে গানবাংলা টিভি চ্যানেলে প্রচার হচ্ছে মাইম আর্টের একটি মূকাভিনয়ের মিউজিক ভিডিও। বারে বারে ঘুরে ফিরে আয়নাতে মুখ দেখি শীর্ষক গানের নান্দনিক মিউজিক ভিডিওটি ইউটিউবে এবং মাই আর্টের পেইজেও দেখা যাচ্ছে।
×