ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক হাজার প্রশিক্ষণার্থী নেবে জাপান

প্রকাশিত: ০৪:২৭, ৯ জুলাই ২০১৫

এক হাজার প্রশিক্ষণার্থী নেবে জাপান

বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং এ্যান্ড কনস্ট্রাকশনের ওপর এক হাজার প্রশিক্ষণার্থী নেবে জাপান। বুধবার সকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইএম) সিইও কিয়োই ইয়ানাবিসওয়ার মধ্যে সমঝোতা স্মারকটি সই হয়। বিনাখরচে এসব প্রশিক্ষণার্থীদের তিন বছর প্রশিক্ষণ দেবে জাপান। প্রশিক্ষণ চলাকালে তাদের প্রতি মাসে সম্মানী দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দেশে ফিরে প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগানোর জন্য জাপানি মুদ্রায় ২ লাখ ইয়েন দেবে জাপান সরকার। -অর্থনৈতিক রিপোর্টার গ্রীসের ব্যাংক সংস্কারে চাপ ঋণ সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক দাতাদের প্রস্তাব গ্রীসের জনগণ প্রত্যাখ্যান করার একদিনের মধ্যেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি দেশটির অর্থব্যবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে চাপ বাড়িয়েছে। ইতোমধ্যে ইসিবি দেশটির ব্যাংকগুলোকে জরুরী ভিত্তিতে অর্থ ধার দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে বর্তমান ঋণ, অর্থাৎ প্রায় নয় হাজার কোটি ইউরোর বিপরীতে জামানতের হার বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইসিবির কাছে থেকে দ্রুত টাকা না পেলে গ্রিসের ব্যাংকগুলোর অর্থ শূন্য হয়ে পড়বে। গ্রীসের নতুন অর্থমন্ত্রী ইয়োর্গোস স্ট্যাথাকিস বলেন, একটি সমাধান খুঁজে বের করতে আলোচনার জন্য হয়তো এক সপ্তাহ থেকে দশদিন প্রয়োজন হবে। গ্রীসের ব্যাংকগুলো আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×