ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

৮৪ শিক্ষক-কর্মকর্তার নিয়োগের বিরুদ্ধে রিট আবেদন প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৭:১৯, ৮ জুলাই ২০১৫

৮৪ শিক্ষক-কর্মকর্তার নিয়োগের বিরুদ্ধে রিট আবেদন প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮৪ জন শিক্ষক ও কর্মকর্তার নিয়োগের বিরুদ্ধে উচ্চ আদালতে জামায়াত-বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তাদের দায়েরকৃত রিট আবেদন প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শিক্ষক ও কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে একাত্ম হয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, আওয়ামীপন্থী কর্মকর্তা প্যানেল, গণতান্ত্রিক অফিসার্স পরিষদ ও ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত, শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি ড. মোঃ তরিকুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. জীবন কৃষ্ণ সাহা, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন মিয়া, সিকৃবি ছাত্রলীগ সেক্রেটারি হৃত্বিক দেব, কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম সুরুক প্রমুখ। কুমিল্লায় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ জুলাই ॥ কুমিল্লার চৌদ্দগ্রামে ১টি পিস্তল ও দেশীয় কিছু অস্ত্র ও ইয়াবা টেবলেটসহ ফজলে রাব্বি (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার খিরনশাল বাজার থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বিকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে ২য় দফায় মঙ্গলবার দুপুরে পুলিশ পুনরায় অভিযান চালিয়ে খিরনশাল বাজারের রাব্বির বাবার মালিকানাধীন বন্ধ দোকান থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, বিভিন্ন সাইজের ৪টি ছোরা-ছেনি উদ্ধার করে। রাবিতে ঈদের ছুটি শুরু ৯ জুলাই রাবি সংবাদদাতা ॥ পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত। এছাড়া শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ১১ থেকে ২৩ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, ঈদের ছুটিতে ৯ থেকে ২৩ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে ২৪ জুলাই শুক্রবার হওয়ায় তার পরের দিন থেকে ক্যাম্পাস চালু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত। ২৩ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের যথারীতি চালু হবে।
×