ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী ফুটবলারদের নাগরিকত্ব প্রদান প্রক্রিয়া স্থগিত

প্রকাশিত: ০৭:০৬, ৮ জুলাই ২০১৫

বিদেশী ফুটবলারদের নাগরিকত্ব প্রদান প্রক্রিয়া স্থগিত

স্পোটর্স রিপোর্টার ॥ সাবেক জাতীয় ফুটবলার, কোচ ও সংগঠকদের তীব্র সমালোচনায় তিন বিদেশী ফুটবলারের (ঘানার সামাদ ইউসুফ, নাইজিরিয়ার কিংসলে চিগুজি এবং গিনিররইসমাইল বাঙ্গুরা) বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার প্রক্রিয়া। মঙ্গলবার নাগরিকত্বের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন এই প্রক্রিয়া স্থগিত করাই ভাল। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, তিন বিদেশী ফুটবলারের জাতীয় দলে খেলা নিয়ে অনেক ইতিবাচক ও নেতিবাচক কথা হচ্ছে। এ অবস্থায় বাফুফে মনে করছে সবাই যদি মনে করে থাকেন তাদের খেলা উচিত নয়, তাহলে খেলা ঠিক হবে না। ফিফার সহযোগিতা বাংলাদেশকে স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়লে ফুটবলারদের ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ আইনের সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশও। জাতীয় বা ক্লাব দলে খেলতে গিয়ে ফুটবলারদের ইনজুরিতে পরা নতুন নয়। যেহেতু ক্লাব টাকা দিয়ে ফুটবলার কেনে, তাই তাদের ক্ষতিকেই আমলে আনছে ফিফা। ক’দিন আগে ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে চোট আক্রান্ত দুই ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী ও আব্দুল বাতেন মজুমদার কোমলের ক্লাব শেখ জামাল ধানম-ি ও ঢাকা আবাহনীকে ফিফার ক্ষতিপূরণ পাইয়ে দিতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
×