ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরাশগঞ্জকে হারিয়ে ব্রাদার্সের একধাপ উন্নতি, আবাহনীর ড্র

প্রকাশিত: ০৭:০৫, ৮ জুলাই ২০১৫

ফরাশগঞ্জকে হারিয়ে ব্রাদার্সের একধাপ উন্নতি, আবাহনীর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম পর্বে যেমনটা হয়েছিল, দ্বিতীয় পর্বেও সেই একই ফল। ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে মঙ্গলবারের খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ৩-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। উভয় দলের প্রথম পর্বের দ্বৈরথেও একই ব্যবধানে জিতেছিল ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত গোপীবাগের দল ব্রাদার্স। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে। ১৩ খেলায় এটা ব্রাদার্সের সপ্তম জয়, পয়েন্ট ২৪। শেখ রাসেলকে টপকে পঞ্চম থেকে উঠে এলো চতুর্থ স্থানে। পক্ষান্তরে ১২ ম্যাচে অষ্টম হার পুরনো ঢাকার ‘নীলকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ। এখনও জয়হীন তারা। ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে সর্বশেষ স্থানে তারা। নিজেদের ত্রয়োদশ ম্যাচে এটা ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনীর তৃতীয় ড্র। ২৪ পয়েন্ট নিয়ে আগের তৃতীয় স্থানেই আছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা চট্টগ্রাম আবাহনীর চতুর্থ ড্র। ৭ পয়েন্ট নিয়ে তারা আছে দশম অবস্থানে। ব্রাদার্স-ফরাশগঞ্জ ম্যাচে ৬ মিনিটে ব্রাদার্সের হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের ক্রসে বল পেয়েও সুযোগ হাত ছাড়া করেন নাইজিরিয়ান ডিফেন্ডার এ্যাডামস জানকাসা। তবে অধিনায়ক- ফরোয়ার্ড নাইজিরিয়ান কেস্টার এ্যাকনের পায়ে বল গেলে তিনি তীব্র শটে গোল করেন (১-০)। ১১ মিনিটে অগাস্টিনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন চৌধুরী কিন্তু বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন ফরাশগঞ্জের ডিফেন্ডার মুস্তাফিজুর রহমান (২-০)! ২৪ মিনিটে ফরাশগঞ্জের নাইজিরিয়ান মিডফিল্ডার একিনইয়েলে পিটার পেনাল্টি শটে ব্যবধান কিছুটা কমান (২-১)। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) ব্রাদার্সের পক্ষে আরও এক গোল করেন অগাস্টিন (৩-১)। লীগে এটা তার চতুর্দশ গোল, যা এখন পর্যন্ত সর্বাধিক (১৩ গোল করে দ্বিতীয় স্থানে আছেন শেখ জামাল ধানম-ির হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে)। ৫৫ মিনিটে বিপক্ষ দলের এক খেলোয়াড়কে দুবার ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে অগাস্টিন ওয়ালসন মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ব্রাদার্স। তারপরও এই সুবিধা নিতে পারেনি ফরাশগঞ্জ। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সৈয়দ নঈমউদ্দিনের শিষ্যরা। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ৪০ মিনিটে ইয়াকো সামনিকের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী (১-০)। ৫২ মিনিটে সানডের গোলে সমতায় ফেরে ঢাকা আবাহনী (১-১)।
×