ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পারনেলকে অজ্ঞাত ব্যক্তির হুমকি

প্রকাশিত: ০৭:০৪, ৮ জুলাই ২০১৫

পারনেলকে অজ্ঞাত ব্যক্তির হুমকি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টি২০ ম্যাচে খেলেননি দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেল। দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে খুব সহজেই স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করেছে সফরকারী প্রোটিয়ারা। তবে মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে পারনেল খেলেছেন। এর আগেই তিনি হোটেলে নিজ কক্ষের টেলিফোনে হুমকি শুনেছেন বলে অভিযোগ করেছেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগ বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এ অভিযোগ করেছে। কোন এক অপরিচিত ব্যক্তি তার ব্যক্তিগত নাম্বারে ফোন করে গালিগালাজ করার পাশাপাশি হুমকি প্রদান করেন প্রথম টি২০ ম্যাচের দিন যখন হোটেলে অবস্থান করছিলেন। এখন গোয়েন্দা সংস্থা ফোনকারীকে শনাক্ত এবং তার অবস্থান জানার চেষ্টা করছে। টিম বাসে করে প্রথম টি২০ ম্যাচের দিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উদ্দেশে হোটেল ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পারনেল। এ সময় তার হোটেল কক্ষের টেলিফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা উপদেষ্টা হোসেন ইমাম জানান পারনেলকে ফোনে হুমকি প্রদর্শন ভঙ্গিমায় কথা বলা হয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এ বিষয়ে হোসেন বলেন, ‘ঘটনাটির সঙ্গে সঙ্গেই আমরা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বিষয়টা জানিয়েছিলাম। তারা চেষ্টা করছেন ফোনকারীকে ট্রেস করার এবং কোথায় থেকে ফোন করা হয়েছে সেটা বের করার।’ দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি অবশ্য এটাকে নিতান্তই মজা একটি ঘটনা বলে মনে করেছিলেন। তিনি জানান সবাই ভেবেছিলেন কোন এক ব্যক্তি হোটেল থেকে পারনেলের মোবাইল নাম্বার সংগ্রহ করে ইচ্ছাকৃতভাবে মজা করতে ওই ফোনটি করেছিলেন যাতে করে অন্তত তার সঙ্গে কথা বলতে পারেন। এ বিষয়ে মুসাজি বলেন, ‘টি২০ ম্যাচের দিন পারনেলে কক্ষে ফোনটি এসেছিল এবং আমরা ভেবেছিলাম এটা হয় তো কোন মজা অথবা তামাশা করার জন্য কেউ করছে। আমরা খুব মারাত্মক কোন ঘটনা হিসেবে এটিকে দেখিনি। আমাদের মূল দুশ্চিন্তা হয়েছিল যে হোটেল থেকে আমাদের নাম্বার দেয়া হয়েছে এবং সে কারণে তা পারনেলের কাছে এসেছে। পারনেল প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসারে আমাদের নিারাপত্তা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। এরপর তিনি সেটা বিসিবি কর্মকর্তাদের অবহিত করেছেন। তিনি নিজেও (পারনেল) এটাকে হুমকিস্বরূপ হিসেবে দেখেননি। তিনি আসলে চিন্তিত এ কারণে যে হোটেল কক্ষে তার কাছে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে সে জন্য।’ হোসেন জানিয়েছেন কোন মোবাইল ফোন থেকে পারনেলকে ফোন করা হয়নি।
×