ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুভেন্টাস ছাড়লেন পিরলো

প্রকাশিত: ০৭:০৩, ৮ জুলাই ২০১৫

জুভেন্টাস ছাড়লেন পিরলো

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জুভেন্টাস ছাড়লেন আন্দ্রে পিরলো। ইতালির এই তারকা মিডফিল্ডারের নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের দল নিউইয়র্ক সিটি। এ প্রসঙ্গে নিউইয়র্কের ওয়েবসাইটে পিরলো বলেছেন, দীর্ঘদিন ধরেই আমি এই অভিজ্ঞতার জন্য অপেক্ষায় ছিলাম। এখন সেই সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে খেলেছেন পিরলো। জুভদের টানা চার ইতালিয়ান সিরি এ জয়ের সাক্ষীও তিনি। ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডারের দীর্ঘ ক্যারিয়ারে ইতালির বাইরে কোন ক্লাবে খেলা হয়নি। ২০১১ সালের এসি মিলান ছাড়ার পরে জুভেন্টাসের হয়ে চার মৌসুমে তিনি সব সিরি এ শিরোপা জিতেছেন। এবারই ক্যারিয়ারে তিনি প্রথম দেশের বাইরের ক্লাবে খেলতে যাচ্ছেন। সাক্ষাতকারে পিরলো বলেন, আগেও অনেকবার ইতালির বাইরে খেলার সুযোগ হয়েছে। কিন্তু সেই প্রস্তাবগুলো গ্রহণ করা হয়নি। কিন্তু নিউইয়র্কের সুযোগটি হাতছাড়া করার কোন ইচ্ছাই ছিল না। আমি কোচ জেসন ক্রেইসের সঙ্গে দেখা করেছি। সে আমাকে ক্লাব সম্পর্কে দুর্দান্ত ধারণা দিয়েছেন। তার পরিকল্পনাও অনেক গোছানো। আমি নিশ্চিত তার অধীনে আমরা ভাল কিছু করতে পারব। সবাই মিলে সুসম্পর্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। এসি মিলানের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে পিরলো দুটি সিরি এ ও দুটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন। ইতালি জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৫ ম্যাচ। ২০০২ সাল থেকে খেলে এ পর্যন্ত গোল করেছেন ১৩। ২০০৬ সালে ইতালির চতুর্থ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১২ সালের ইউরো ফাইনালেও খেলেন। এবার নয়া মিশন শুরু করতে যাচ্ছেন বুড়োদের হাট খ্যাত মেজর সকার লীগে। এ্যাটলেটিকো থেকে বার্সিলোনায় তুরান স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনায় যোগ দিয়েছেন তুরস্কের এ্যাটাকিং মিডফিল্ডার আরডা তুরান। এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে পাঁচ বছরের চুক্তিতে ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি কাতালান ক্লাবটিতে নাম লিখিয়েছেন। সোমবার রাতে বার্সিলোনার ওয়েবসাইটে বলা হয়, তুরানকে দলে নিতে প্রাথমিক চুক্তিতে ৩৪ মিলিয়ন ইউরো দেবে এ্যাটলেটিকোকে। বাকি সাত মিলিয়ন ইউরো বোনাস হিসেবে দেয়া হবে। তবে বার্সিলোনার ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় আগামী জানুয়ারি পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না তুরান। তুরস্কের ক্লাব গালাতাসারে থেকে ২০১১ সালে এ্যাটলেটিকোতে যোগ দেয়ার পর গত চার মৌসুমে ২২ গোল করার পাশাপাশি ৩২ গোলে সহায়তা করেন তুরস্কের হয়ে ৮১ ম্যাচ খেলা তুরান। নিষেধাজ্ঞার কারণে এখনও বার্সার হয়ে তার খেলা নিশ্চিত হয়। আগামী ১৮ জুলাই বার্সিলোনার নতুন সভাপতি নির্বাচনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ কারণে এ্যাটলেটিকোর সঙ্গে চুক্তিতে বলা হয়েছে, নির্বাচনের পর দুই দিনের মধ্যে চাইলে টুরানকে ১০ শতাংশ কম দামে আবার এ্যাটলেটিকোর কাছে বিক্রি করা যাবে।
×