ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সেরা ইউবিএস

প্রকাশিত: ০৬:৫৮, ৮ জুলাই ২০১৫

প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সেরা ইউবিএস

লন্ডনভিত্তিক মাসিক প্রকাশনা দ্য ব্যাংকারের তৈরি সেরা ৫০ প্রাইভেট ব্যাংকিংয়ের তালিকায় এবার শীর্ষ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের ইউবিএস। এক বছরে ব্র্যান্ড ভ্যালু প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধির সুবাদে ব্যাংকটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডয়েচেকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে। চলতি বছরের জরিপে দেখা গেছে, ৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ইউবিএস। গত বছর হিসাব করা ব্র্যান্ড ভ্যালুর চেয়ে যা এক-তৃতীয়াংশ বেশি। আর দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানির ডয়েচে ব্যাংকের তুলনায় ইউবিএসের ব্র্যান্ড ভ্যালু ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি। Ñঅর্থনৈতিক রিপোর্টার ঋণ পাবেন হোমিও ওষুধ প্রস্তুতকারকরাও ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারকদের পাশাপাশি এখন থেকে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারকরাও বাংলাদেশ ব্যাংকের পুনর্অর্থায়নের আওতায় ঋণ সুবিধা পাবেন। কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনের আওতায় এ ঋণ নেয়া যাবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে। কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে সব বিভাগ ও নারায়ণগঞ্জ শহরের বাইরে স্থাপিত শিল্পে শতভাগ পুনর্অর্থায়ন নিতে পারেন উদ্যোক্তারা। কেন্দ্রীয় ব্যাংক থেকে মাত্র ৫ শতাংশ সুদে অর্থ নিয়ে ব্যাংকগুলো পর্যায়ে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে বিতরণ করতে পারে। এক, তিন ও পাঁচ বছর মেয়াদে এ ঋণ দেয়া হয়। এ শিল্পের আওতায় বর্তমানে ৩৭টি খাত অন্তর্ভুক্ত রয়েছে। এসব খাতের মধ্যে এতদিন ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারকদের ঋণ নেয়ার সুযোগ ছিল। এবার হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারকদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।- অর্থনৈতিক রিপোর্টার
×