ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোন কারণ ছাড়াই স্ট্যান্ডার্ড সিরামিকের দর বাড়ছে

প্রকাশিত: ০৬:৫৫, ৮ জুলাই ২০১৫

কোন কারণ ছাড়াই স্ট্যান্ডার্ড সিরামিকের দর বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকের কোন কারণ ছাড়াই শেয়ার দর বাড়ছে। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনরকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত চার কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে দর বাড়ছে শেয়ারটির। এ সময়ে শেয়ারটির দর ৩৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা ৮০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৫ টাকা ৮০ পয়সা বা ৪৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। ২ কোম্পানির বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ সিএমসি কামাল ও প্রিমিয়ার ব্যাংক ২ কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার দুই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে সিএমসি কামাল শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৭ জুন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট ছিল ১৭ মে। অন্যদিকে প্রিমিয়ার ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট ছিল ১৪ মে।
×