ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:৪০, ৭ জুলাই ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো – র. ভালোবেসে রর. পরিশ্রমে অনীহা ররর. নিজেদের সুবিধায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২. বাণিজ্যি ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে? ক) আমদানি খ) রপ্তানি গ) রেমিটেন্স ঘ) গার্মেন্টস ৩. মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কার কাজ? ক) ধর্মের খ) সমাজের গ) শিক্ষার ঘ) শিক্ষা কর্মকর্তার ৪. মমতাদির কপালে কী ছিল? ক) লাল টিপ খ) সিঁদুর গ) তিলক ঘ) ক্ষতচিহ্ন ৫. ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা কে? ক) রাজা রামমোহন রায় খ) বৃদ্ধদেব বসু গ) পবিত্র সরকার ঘ) শ্রীশচন্দ্র দাস ৬. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ না হওয়ার কারণ - র. ছোটলোক বলে অবহেলা রর. সহজ-সরল জীবনযাপন ররর. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. মমতাদি কেন আবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনী বলেছিলেন? ক) লজ্জা ঢাকতে খ) কাজের সুবিধার্থে গ) আত্মসম্মান ঢাকতে ঘ) রান্না করবে তাই ৮. নিত্যক্রিয়া বলতে বোঝানো হয়েছে - র. দৈনন্দিন কর্ম রর. মাসিক কর্ম ররর. প্রতিদিনের কাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. ‘তোমার বরের চাকরি হয়েছে?’ খোকা মমতাদিকে একথা জিজ্ঞাসা করলে সে কী বলল? ক) হরির লুট দেবে খ) তোমায় সন্দেশ খাওয়াব গ) হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল ঘ) দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ল ১০. গীতিকবিতা সাধারণত কোন কারণে দীর্ঘ হয় না? ক) যুদ্ধবিগ্রহের বর্ণনা থাকে তাই খ) মূল লক্ষ্য গল্প বলা তাই গ) কবির অনুভূতির প্রকাশ হওয়ায় ঘ) এটি শেষ হয়েও শেষ হয় না তাই ১১. নিমগাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কী করছে? ক) সিদ্ধ করছে খ) বাতাস দিচ্ছে গ) শিলে পিষছে ঘ) ঔষধ বানাচ্ছে ১২. লাইব্রেরি কীসের জন্য দরকার? ক) সাহিত্যচর্চার জন্য খ) বিজ্ঞানচর্চার জন্য গ) ধর্মচর্চার জন্য ঘ) নীতিচর্চার জন্য ১৩. হায়াৎ মামুদের শিক্ষা জীবনের সাদৃশ্য রয়েছে - র. সেন্ট গ্রেগরী স্কুলের রর. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ররর. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. হুদায়বিয়ার সন্ধিতে মুসলিম স্কন্ধে কী চাপিয়ে দেওয়া হয়েছিল? ক) যুদ্ধের দায়ভার খ) অপমানের শর্ত গ) বশ্যতার শর্ত ঘ) পরাজয়ের গ্লানি ১৫. হায়াৎ মামুদের সাহিত্যচর্চা শুরু হয় - ক) কবিতা ও গল্প দিয়ে খ) উপন্যাস ও নাটক দিয়ে গ) গল্প ও উপন্যাস দিয়ে ঘ) প্রবন্ধ ও কবিতা দিয়ে ১৬. সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মদ ৯ষ) কাদের কাছে উপহাসিত হয়েছিলেন? ক) ইহুদিদের খ) খয়বরবাসীদের গ) পৌত্তলিকদের ঘ) হুদায়বিয়াবাসীদের ১৭. স্বদেশপ্রীতিমূরক গীতিকাব্যের উদাহরণ কোনটি? ক) বৈষ্ণব পদাবলি খ) সোজন বাদিয়ার ঘাট গ) বন্দে মাতরম ঘ) রামায়ণ ১৮. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক কী নয়? ক) মানুষ খ) মূর্খ গ) শিক্ষিত ঘ) অশিক্ষিত ১৯. যে লক্ষ্মীছাড়া দিব্যাঙ্গনাদিগকে রন্ধন করতে বলে তাদের কয়ভাবে শাস্তি হওয়া উচিত? ক) এক ভাবে খ) দুই ভাবে গ) তিন ভাবে ঘ) চার ভাবে ২০. রোমাঞ্চ শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে? ক) শিহরণ খ) ব্যথা গ) কল্পনা ঘ) অলীক ভাবনা ২১. ‘প্রতীকী অর্থ’ বলতে কী বোঝানো হয়েছে? ক) ভিন্নার্থে খ) একই অর্থে গ) বিপরীত অর্থে ঘ) বাস্তব অর্থে
×