ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার অপেক্ষায় সালমান বাট

প্রকাশিত: ০৭:৪৩, ৭ জুলাই ২০১৫

এবার অপেক্ষায় সালমান বাট

স্পোর্টস রিপোর্টার ॥ শীঘ্রই সালমান বাটের সঙ্গে আইসিসির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের বৈঠক হতে যাচ্ছে। বার্বাডোজে সর্বশেষ বোর্ড মিটিংয়ে পিসিবি (পাকিস্তান বোর্ড) চেয়ারম্যান শাহরিয়ার খান যদিও বাটের ইস্যুটি উত্থাপন করেননি, তবে আইসিসির পক্ষ থেকে ঠিকই যোগাযোগ করা হয়েছে। নিয়ম অনুযায়ী নিষিদ্ধ কোন ক্রিকেটার নিজে অপরাধ স্বীকার করে নিলে তার ক্রিকেটে ফেরার সুযোগ থাকে। ক’দিন আগেই ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে অফিসিয়ালি পিসিবির স্বীকারোক্তি নোটে স্বাক্ষর করেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাট। সেই সূত্রেই বাটের সঙ্গে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের যোগাযোগ করে। আগামী সেপ্টেম্বরে বাটের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। উল্লেখ্য, লর্ডসে ২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ের দায়ে বাটসহ পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে সব ধরনের ক্রিকেটে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন আমির। আইসিসির অনুমতি সাপেক্ষে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে উক্ত ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন। ঘটনার মূল হোতা তৎকালীন অধিনায়ক সালমান বাটও এখন সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন! ঢাকায় প্রোটিয়া ওয়ানডে দলের ৫ ক্রিকেটার স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটি শেষ হয়েছে। আজ দ্বিতীয় টি২০। আগামী শুক্রবার শুরু হবে সফরকারী দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এ সিরিজ খেলার জন্য সোমবারই প্রোটিয়া ওয়ানডে স্কোয়াডে থাকা বাকি ৫ ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছেছেন। এরা হলেন- হাশিম আমলা (সহ-অধিনায়ক), ফারহান বেহারডিয়েন, মরনে মরকেল, ইমরান তাহির এবং রায়ান ম্যাকলারেন। বিকেলে এ পাঁচ ক্রিকেটার ঢাকায় পৌঁছেন। সেখান থেকে সরাসরি হোটেলে গিয়ে উঠেছেন এ ক্রিকেটাররা। উল্লেখ্য, আগামী ১০, ১২ ও ১৫ জুলাই তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
×