ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমরা ভোটডাকাতি করে ক্ষমতায় যেতে চাই না ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:৩৫, ৭ জুলাই ২০১৫

আমরা ভোটডাকাতি করে ক্ষমতায় যেতে  চাই না ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন বর্তমান সরকার ভোটডাকাতি করে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা ব্যালট বাক্স চুরি করে, ভোটডাকাতি করে ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। সোমবার বিকল্পধারা বাংলাদেশের এক ইফতার পার্টিতে অংশ নিয়ে বেগম খালেদা জিয়া এ মন্তব্য করেন। রাজধানীর গুলশানের হোটেল লেকশো’য়ে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়া বলেন, যাঁরা নারীকে শো’পিস মনে করেন তাঁরাই আজ দেশ পরিচালনা করছেন। যাঁরা নারীকে সম্মান দিতেই জানেন না তাঁরা দেশ চালায় কিভাবে। তিনি বলেন, বর্তমানে দেশের অর্ধেক নারী কর্মজীবী অথচ দায়িত্বশীল এক ব্যক্তি জাতীয় সংসদে বলেছেন, ‘আমরা কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী, সংসদ উপনেতা নারী, বিরোধীদলীয় নেত্রী নারী। কিন্তু এরা শো-পিস। বাইরে কিন্তু এ অবস্থা নেই। বাইরে নারীরা অসহায়। খালেদা জিয়া বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সেখান থেকে আমরা আজ অনেক পিছিয়ে। বিকল্পধারা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
×