ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিম্ন মধ্যম আয়ের আনন্দে শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:৫০, ৬ জুলাই ২০১৫

নিম্ন মধ্যম আয়ের আনন্দে শোভাযাত্রা

বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। রাজধানীর নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবির ভবন প্রাঙ্গণ থেকে রবিবার বেলা ১১টায় এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় আইসিএমএবি কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। আনন্দ শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। এ ছাড়া শহীদদের স্বপ্নপূরণের শপথ নেন। এর পরে শোভাযাত্রাটি আবারও আইসিএমএবি ভবনে এসে শেষ হয়। দেশের এই অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকেও অভিনন্দন জানানো হয় শোভাযাত্রায়। -অর্থনৈতিক রিপোর্টার
×