ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণাঞ্চলে শিল্প স্থাপনে কর্মসংস্থান সৃষ্টি

প্রকাশিত: ০৫:৪৯, ৬ জুলাই ২০১৫

দক্ষিণাঞ্চলে শিল্প স্থাপনে  কর্মসংস্থান সৃষ্টি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুত সমস্যা সমাধানে শীঘ্রই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুত। এ প্ল্যান্টটি চালু হলে বিদ্যুত সঙ্কটে নাকাল দক্ষিণাঞ্চলের ছয় জেলার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের। সংশিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এ প্ল্যান্টটি চালুর মাধ্যমে দ্বীপজেলা ভোলা জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি পাবে।
×