ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অলিম্পিক এক্সেসরিজের দর কমল

প্রকাশিত: ০৫:৪৬, ৬ জুলাই ২০১৫

অলিম্পিক এক্সেসরিজের  দর কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার দিন পর অবশেষে প্রকৌশল খাতের নতুন কোম্পানি অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর কমেছে। রবিবার শেয়ারটির দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৬৫ শতাংশ। কোন রকম বাছ-বিচার ছাড়াই কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের অতি আগ্রহ দেখা দেয়। ফলে অস্বাভাবিকভাবে দরও বাড়তে থাকে। কিন্তু ৫ম দিনে এসে কোম্পানিটির প্রতি আগ্রহ হারালো বিনিয়োগকারীরা। একইভাবে তালিকাভুক্ত আরও কয়েকটি কোম্পানিও বড় ধরনের দরপতন ঘটে। ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অলিম্পিক এক্সেসরিজ নামের কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৬০ টাকা ৪০ পয়সা দরে। এদিন কোম্পানির ৩৮ লাখ ৩৩ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ২৪ কোটি ৩ লাখ টাকা। এর আগে, অলিম্পিক এক্সেসরিজ গত ২৫ জুন লেনদেন শুরু করে পুঁজিবাজারে। গত চার কার্যদিবসে শেয়ারটির দর ৪৮ টাকা ৪০ পয়সা থেকে ৬৪ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়। পুঁজিবাজারে আরেক নতুন কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজও রবিবারে দরপতন তালিকায় রয়েছে। এদিন শেয়ারটির দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩২ টাকা ২০ পয়সা দরে। কোম্পানির ২৩ লাখ ৩৮ হাজার ৯৯৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ৭ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া তালিকায় থাকা তুং হাই নিটিংয়ের ৯ দশমিক ১৪ শতাংশ, মাইডাস ফিন্যান্সের ৯ দশমিক ২৩ শতাংশ, বিডি অটোকার্সের ৯ দশমিক ৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯০ শতাংশ, ইফাদ অটোসের ৬ দশমিক ৫০ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলের ৫ দশমিক ২৪ শতাংশ দর কমেছে।
×