ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় ইংল্যান্ড

প্রকাশিত: ০৫:২৪, ৬ জুলাই ২০১৫

তৃতীয় ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় স্থানে থেকেই ফিফা মহিলা বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ করল ইংল্যান্ডের মেয়েরা। শনিবার ফারা উইলিয়ামসের পেনাল্টিতে ইংল্যান্ড ১-০ গোলে জার্মানিকে হারিয়ে তৃতীয় স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করে।কানাডায় অনুষ্ঠিত এই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোলের দেখা পায়নি। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অবশেষে ম্যাচের ১০৮ মিনিটে পেনাল্টি লাভ করে ইংল্যান্ডের নারীরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জার্মানির জালে বল জড়ায় ফারা উইলিয়ামস। শেষ পর্যন্ত এই গোলেই তৃতীয় স্থান নিশ্চিত হয় তাদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময়ই বল নিজেদের দখলে রেখেছিল জার্মানি। ৫৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখে ম্যাচে এককভাবেই প্রভাব বিস্তার করে জার্মানরা। ইংল্যান্ডের গোলবার লক্ষ্য করে সাতবার শট নেন তারা। শুধু তাই নয়, পুরো ম্যাচে এগারোটি কর্নার পায়। কিন্তু তারপরও কোন গোল আদায় করতে পারেনি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি। জার্মানির বিপক্ষে এই জয়ের ফলে বিশ্বমঞ্চে ৩১ বছর পর তৃতীয় হয়ে আসর শেষ করল ইংল্যান্ড।
×