ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:১৯, ৬ জুলাই ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

পৌরনীতি ও সুশাসন ১মপত্র (পূর্ব প্রকাশের পর) ৩৫. বৃহত্তর ও ক্ষুদ্র অর্থে পৌরনীতির ধারণার মধ্যে মূলত পার্থক্য পরিলক্ষিত হয়- র. পরিধির ক্ষেত্রে রর. বিষয়বস্তুর ক্ষেত্রে ররর. সংগার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৬. জাতিসংঘের সাধারণ পরিষদ কবে মানবধিকারের ঘোষণা দেয়? ক) ১০ ই ডিসেম্বর, ১৯৪৮ খ) ১০ ই ডিসেম্বর, ১৯৪৭ গ) ১০ ই ডিসেম্বর, ১৯৪৭ ঘ) ১লা জুলাই, ১৯৪৬ ৩৭. দুর্নীতি দমন কমিশন জনৈক মন্ত্রীর পি.এস. এর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখল, সে একজন সাধারণ দলীয় কর্মী থেকে বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। এতে রাজনৈতিক দলের কোন দিক তুলে ধরা হয়? ক) স্বজনপ্রীতি খ) অঞ্চলপ্রীতি গ) বিভক্তি ঘ) দলীয়করণ ৩৮. "রাজনৈতিক সংস্কৃতি বহু উপাদানের সমন্বয়ে সৃশৃঙ্খলভাবে গঠিত।" বলেছেন? ক) অ্যালমন্ড খ) লুসিয়ান গ) ফাইনার ঘ) বেন্থাম ৩৯. বিচারক নিয়োগের সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? ক) জনগণের ভোটে খ) আইনসভার ভোটে গ) বিচারকগণের ভোটে ঘ) শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ ৪০. মার্কিন যুক্তরাষ্ট্র ই-গভর্নেন্স আইন প্রবর্তন করে কত সালে? ক) ২০০০ খ) ২০০১ গ) ২০০০২ ঘ) ২০০৩ ৪১. কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব? ক) ওচজ খ) ওজজ গ) ওওজ ঘ) ওঘজ ৪২. বিবর্তনের কোন পর্যায়ে গ্রিসে নগররাষ্ট্রের উদ্ভব ঘটে? ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ ৪৩. দেশের প্রণীত আইন, বিধিবিধান ও নীতি অনুযায়ী- ক) সরকার পরিচালিত হয় খ) শাসন বিভাগ পরিচালিত হয় গ) দেশ পরিচালিত হয় ঘ) বিচার বিভাগ পরিচালিত হয় ৪৪. দার্শনিক ফিকৃটে কোন দেশের অধিবাসী ছিলেন? ক) ইতালি খ) গ্রিস গ) জার্মানি ঘ) ফ্রান্স অনুচ্ছেদটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: পৌরনীতি ও সুশাসন ক্লাসে সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে পড়াতে গিয়ে স্যার বললেন, সরকারের বিভাগের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভাগটির মুখ্য দায়িত্ব আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ করা। অপরাধীর দন্ড বিধান করা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ৪৫. ১৯৯০ সালে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনস্বার্থে বিরোধী সামরিক সরকারকে হটিয়ে কোন শাসন প্রতিষ্ঠা করেন? ক) বিচার বিভাগ খ) আইন বিভাগ গ) শাসন বিভাগ ঘ) সামরিক শাসন ৪৬. সুশাসনের মাধ্যমে শাসন ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা লাভ করে- র. স্বচ্ছতা রর. জবাবদিহিতা ররর. দায়িত্বশীলতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (গ) ৪. (গ) ৫. ৬. (গ) ৭. (ক) ৮. (গ) ৯. (ক) ১০. (গ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ঘ) ২১. (ক) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ঘ)
×