ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সদ্যনির্মিত বাঁধ ঝুঁকিপূর্ণ, উদ্বিগ্ন ১০ গ্রামের মানুষ

প্রকাশিত: ০৫:১০, ৬ জুলাই ২০১৫

বাগেরহাটে সদ্যনির্মিত বাঁধ ঝুঁকিপূর্ণ, উদ্বিগ্ন ১০ গ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারের সদ্য সংস্কার হওয়া বেড়িবাঁধ আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বলেশ্বর নদের প্রবল ঢেউ আর অবিরাম বৃষ্টিপাতের ফলে ইতোমধ্যে বাঁধের বেশ কয়েকটি অংশ ধসে গেছে। ফাটল দেখা দিয়েছে বিভিন্ন অংশে। তাফালবাড়ি লঞ্চঘাট সংলগ্ন স্লুইস গেট এলাকার বাঁধ সবচে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় তা ভেঙ্গে ওই এলাকার আমনের বীজতলা, ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিন ঘুরে বাঁধের এমন নাজুক অবস্থা দেখা গেছে। উপজেলার তাফালবাড়ি লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধের ভাঙন দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। অল্প কয়েকদিনের মধ্যেই বাঁধ ভেঙ্গে চাল রায়েন্দা গ্রামটি নদীগর্ভে বিলিন হওয়ার আশঙ্কায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাধ সম্পূর্ণ ভেঙ্গে গেলে বলেশ্বর নদের প্রবল স্রোতে বাঁধসংলগ্ন তাফালবাড়ি পুলিশ ফাঁড়ি, সাউথখালী ইউনিয়ন পরিষদ, তাফালবাড়ি বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শত শত বসতবাড়ি, ফসলি জমি, পাকা সড়ক ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া বাঁধের আরও ৪-৫টি ঝুঁকিপূর্ণ অংশ ভেঙ্গে সাউথখালী ইউনিয়নের বগী, তেরাবেকা, গাবতলা, চালিতাবুনিয়া, রায়েন্দা ইউনিয়নের ঝিলবুনিয়া, রাজেশ্বর, লাকুড়তলাসহ কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌলশী মোঃ মাঈনউদ্দিন সংস্কার কাজে অনিয়ম হওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বাঁধ ভেঙে যাতে পানি প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
×