ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোমাই ঠেকিয়ে দেবে বোমা

প্রকাশিত: ০৫:০৮, ৬ জুলাই ২০১৫

বোমাই ঠেকিয়ে  দেবে বোমা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ জুলাই ॥ গাইবান্ধার ৫ ক্ষুদে বিজ্ঞানীর দ্রুত পেট্রোলবোমার আগুন নেভানোর নব উদ্ভাবিত প্রযুক্তি জাতীয় বিজ্ঞান সপ্তাহে জুনিয়র গ্রুপে সপ্তম স্থান অধিকার করেছে। জেলা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থী এই ক্ষুদে বিজ্ঞানীরা হলো সাইয়েদ সাইফুলাহ নাঈম, আশিকুর রহমান স্মরণ, প্রতীক সরকার রিতুল, সাখাওয়াত সিদ্দিক রবিন ও এ কে এম মাহমুদুল হাসান। উল্লেখ্য, দ্রুততম সময়ে পেট্রোলবোমার আগুন নেভানো তাদের এই প্রযুক্তি গাইবান্ধা জেলার জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় প্রথম অধিকার করে এবং রংপুর বিভাগীয় পর্যায়ে তারা তৃতীয় স্থান লাভ করে। সবশেষে দেশের ৬৪টি জেলার মধ্যে জুনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে সপ্তম স্থান অধিকার করতে সক্ষম হয়। তাদের উদ্ভাবিত প্রযুক্তির নাম তারা দিয়েছে ‘বোমাই ঠেকিয়ে দেবে বোমা’। উল্লেখ্য, বাস, ট্রাক, বাসাবাড়ি বা যে কোন প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিলে ওদের এ বোমা পাল্টা নিক্ষেপ করলে মাত্র কয়েক সেকেন্ডে আগুন নিয়ন্ত্রণে আসবে।
×