ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাবি ভারতের গোয়েন্দাদের

জেল ভেঙ্গে ইয়াসিনকে মুক্ত করতে তৎপর আইএস

প্রকাশিত: ০৫:০৪, ৬ জুলাই ২০১৫

জেল ভেঙ্গে ইয়াসিনকে মুক্ত  করতে তৎপর আইএস

দামেস্কের বন্ধুদের সহায়তায় জেলে বসেই জেল ভাঙ্গার ছক ইন্ডিয়ান মুজাহিদিন প্রধান ইয়াসিন ভাটকলের। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এই ইঙ্গিত খোদ জঙ্গী নেতারই। সম্প্রতি হায়দরাবাদের চেরলাপল্লি জেল থেকে স্ত্রীকে ফোনে এমন আশ্বাস দিয়েছে ভাটকল। মাস খানেক আগে এই বিশেষ কল-রেকর্ড হাতে এসেছে গোয়েন্দাদের। পুলিশকে বিভ্রান্ত করতেই ভাটকলের এই কথোপকথন কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার। গোয়েন্দাদের একাংশের দাবি, সিরিয়া ও ইরাকের জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথাই বলেছে ভাটকল। আইএস এক্ষেত্রে স্থানীয় কোন জঙ্গী গোষ্ঠীর সঙ্গে হাত মেলাতে পারে বলেও আশঙ্কা। তাতে সন্দেহের তীর মূলত জঙ্গী সংগঠন আনসার-উলের দিকেই। ভারতে আইএসের হয়ে একাধিকবার প্রচারের দায়িত্ব নিতে দেখা গিয়েছে এই গোষ্ঠীকে। পশ্চিম এশিয়া থেকে আইএস এবার ভারতে ঢুকতে চাইছে বলে কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই মাস খানেক আগে হাতে আসা ভাটকলের এই ফোন রেকর্ড ঘিরে নয়া উদ্বেগে প্রশাসন। বাড়ানো হয়েছে জেলের নিরাপত্তা। ফোনে স্ত্রী জাহিদাকে ভাটকল বলেছেন, দামেস্কের বন্ধুদের সাহায্যে শীঘ্রই বেরোব জেল থেকে। বেরিয়েই দামেস্কে পৌঁছাব। ২০০৮ সালে ভাটকল জাহিদাকে বিয়ে করলেও কিছু দিনের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। গোয়েন্দাদের দাবি, এখনও যোগাযোগ আছে তাদের। ২০১৩ সালের আগস্টে হাওয়ালার মাধ্যমে ভাটকল থেকে মোবাইল ও লাখ অর্থ আসে জাহিদার কাছে। সেই সূত্রেই ভারত-নেপাল সীমান্ত থেকে ভাটকলকে ধরে এনআইএ। তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সাল থেকে টানা সাত বছর মুম্বাই, বেঙ্গালুরু, পুনে, দিল্লী, বারাণসিতে ধারাবাহিক নাশকতা চালায় ইন্ডিয়ান মুজাহিদিন।
×