ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিনাইয়ে বিমান হামলায় ২৫ জঙ্গী নিহত

প্রকাশিত: ০৫:০৩, ৬ জুলাই ২০১৫

সিনাইয়ে বিমান হামলায় ২৫  জঙ্গী নিহত

মিসরের উত্তর সিনাইয়ে কট্টরপন্থীদের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় ২৫ জঙ্গী নিহত হয়েছেন। শনিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো। খবর ওয়েবসাইটের। উত্তর সিনাইয়ের শেখ জুবেইদ টাউনের নিকটবর্তী এলাকায় এসব বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। হামলায় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকের মজুদও ধ্বংস করা হয়েছে। এছাড়া সিনাই ও গাজার সীমান্ত এলাকার একটি টানেল থেকে নিরাপত্তাবাহিনী আধা টন বিস্ফোরক উদ্ধার করেছে বলেও জানিয়েছে ওই সূত্রগুলো। একই দিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সামরিক পোশাক পরে উত্তর সিনাই সফর করেছেন মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। তিনি উত্তর সিনাই প্রদেশের প্রধান শহর এল-আরিশে সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন। এ সময় সেনা জওয়ানদের উদ্দেশে দেয়া ভাষণে সাম্প্রতিক দিনগুলোর লড়াইয়ে অন্তত ২০০ জঙ্গী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমাকে এটা বলা যথেষ্ট নয়, পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল চাই।’ সিসির ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই টইটারে দেয়া এক বিবৃতিতে সিনাই আইএস দাবি করে, শেখ জুবেইদ এলাকায় তারা সেনাবাহিনীর দুটি যান লক্ষ্য করে দুটি বোমা হামলা চালিয়েছে।
×