ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ১ম পত্র

প্রকাশিত: ০৮:২০, ৫ জুলাই ২০১৫

বাংলা ১ম পত্র

১.‘দুই বিঘা জমি’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে? (ক) গঙ্গা (খ) পদ্মা (গ) যমুনা (ঘ) মেঘনা ২.রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র হলো- র.সচিবালয় রর. ওয়াপদা ররর. সেক্রেটারিয়েট নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর (ঘ) ররর ৩.অম্বরপুর চরের কাপালীরা বন্যার কারণে হয়ে পড়ল- র.নিরাশ্রয় রর. সর্বস্বান্ত ররর. নি:স্ব নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর ৪.কোনটি বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানগুলোর একটি? (ক) বৈশাখি মেলা (খ) ঘোড়দৌড় (গ) মোরগ লড়াই (ঘ) লাঠি খেলা ৫. শামসুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) মানিকগঞ্জ খ) কিশোরগঞ্জ গ) সিরাজগঞ্জ ঘ) নারায়ণগঞ্জ ৬. ‘দুর্বোধ্য’ অর্থ কী? ক) বহু দূর বিস্তৃত খ) যা বোঝা কঠিন গ) কঠিন পদার্থ ঘ) সহজবোধ্য ৭. শেষ পর্যায়ে কানািই মাঝিকে কী সম্বোধন করে নৌকায় তুলতে অনুরোধ করেছে? ক) লক্ষ্মী খ)ভাইয়া গ)সোনাভাই ঘ)দাদাভাই ৮. কবি হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়? ক) নয়নের জলে খ) মিলিত দলে গ) হৃদয়ের তলে ঘ) উপেক্ষার ছলে ৯. বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল? ক) কৃষক খ) জমিদার গ) মেষপালক ) শয়তান ১০. নিঝুম দ্বীপে কাটানো সাতাশ বছরে রবিনসন কয়জন সঙ্গী পেয়েছিল? ক) দুইজন খ) তিনজন গ) চারজন ঘ) পাঁচজন ১১. বিশ বছর পর রিপ গ্রামে ফিরলে কেউ তাকে চিনতে পারল না কারণ- র. রিপের আত্মীয় ও প্রতিবেশীরা বেশিরভাগ মারা গিয়েছিল রর. রিপ ভুল ঠিকানায় এসে উপস্থিত হয়েছিল ররর. রিপের চেহারা দেখে চেনার উপায় ছিল না। নিচের কোনটি সঠিক? রিপের ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১২. নির্বিষখোলার গোয়ালার কাপালিদের যা দিয়ে সাহায্য করেছিল- র. দু আড়ি ধান রর. চাকরি ররর. আশ্রয় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৩. আলী কোজাই কত দিন পর ফিরে আসে? ক) এক বছর খ) দুই বছর গ) তিন বছর ঘ) চার বছর ১৪. কোথায় ছন্দ তান তুলে মুমূর্ষ ধরা-প্রাণ বাঁচাতে বলা হয়েছে? ক) কঙ্কণে খ) অলকে গ) বাজুতে ঘ) কর্ণ-দুলে ১৫. মোড়রের যে রোগ হয়েছে তার নাম কী? ক) জ্বর খ) জন্ডিস গ) হাঁপানি ঘ) হাড় মড়মড় ১৬. কবির সারাদিন কেটে যাবে কোথায়? ক) কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে খ) অঘ্রাণের মাঠে মাঠে ‘ গ) পল্লির নদীতে নদীতে ঘ) পল্লির পাড়ায় পাড়ায় ১৭. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত শব্দগুলো হলো- র. ঝলমল রর. ছলছল ররর. ঝুপঝুপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৮. কানাই নৌকায় শুয়ে শুয়ে দেখে- র. নীল আকাশ রর. নদীর স্রোত ররর. উড়ন্ত পাখি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৯. মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান? ক) পরাশরের খ) নগেনের গ) মেয়ের ঘ) স্ত্রীর ২০. মুর-জলদস্যুরা রবিনসনকে কী করল? ক) ক্রীতদাসরূপে বিক্রি করল খ) সাহায্য করল গ) পানিতে ফেলে দিল ঘ) আঘাত করল
×