ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেজাল ইফতার বিক্রি, দশ হোটেলকে জরিমানা

প্রকাশিত: ০৮:০৯, ৫ জুলাই ২০১৫

ভেজাল ইফতার বিক্রি, দশ হোটেলকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ভেজাল ইফতার ও খাবার বিক্রির দায়ে রাজধানীর দশটি রেস্তরাঁকে জরিমানা করেছে র‌্যাব-২। শনিবার ইফতারের আগ মুহূর্তে এ অভিযান চালানো হয়। এ সময় যে সব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সেগুলো হচ্ছে- ধানম-ি শংকর ও জিগাতলা এলাকার সিটি ক্যাফে, তুষার হোটেল, সুনামি ইফতার বাজার, হোটেল ডার্লিং পয়েন্ট, ধানম-ি ভাতের ঘর-১, ধানম-ি ভাতের ঘর-২, হাজারীবাগ ভাতের ঘর, ধানমণ্ডি চা ঘর, সুনামি ইফতার বাজার-২। এ অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যদ্রব্য তৈরি, বিক্রয় ও সংরক্ষণ করা হচ্ছে। এ অপরাধে সিটি ক্যাফেকে ৫০ হাজার টাকা, তুষার হোটেলকে ১ লাখ টাকা, সুনামি ইফতার বাজারকে ৫০ হাজার টাকা, হোটেল ডার্লিং পয়েন্টকে ২০ হাজার টাকা, ধানমণ্ডি ভাতের ঘরকে-১ ৩ হাজার টাকা, ভাতের ঘরকে-২ ৩ হাজার টাকা, হাজারীবাগ ভাতের ঘরকে ৩ হাজার টাকা, ধানম-ি চা ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব কর্মকর্তা ড. দিদারুল আলমের নেতৃত্বে, এ অভিযান পরিচালনা করা হয়।
×