ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ কোম্পানির ঋণমান প্রকাশ

প্রকাশিত: ০৭:৪৯, ৫ জুলাই ২০১৫

পাঁচ কোম্পানির ঋণমান প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ঋণমান প্রকাশ হয়েছে। এর মধ্যে তিনটি ব্যাংক, একটি সাধারণ বীমা, একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও অন্যটি প্রকৌশল খাতের কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য হালনাগাদ অনিরীক্ষিত উপাত্তের ভিত্তিতে ঋণমান নির্ধারণ করেছে সংশ্লিষ্ট রেটিং এজেন্সি। পূবালী ব্যাংক ॥ ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআর) হিসাব মতে, দীর্ঘমেয়াদে ব্যাংকটির ঋণমান ‘ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে এসটি-১। এর অর্থ দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় ভাল এবং স্বল্পমেয়াদে আরও ভাল অবস্থানে আছে তালিকাভুক্ত এ বাণিজ্যিক ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক ॥ দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। এর অর্থ স্বল্পমেয়াদী ঋণমান বিবেচনায় পূবালীর চেয়ে কিছুটা পিছিয়ে প্রিমিয়ার ব্যাংক। তাদের ঋণমান প্রতিবেদনও প্রস্তুত করেছে এনসিআর। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ॥ ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (সিআরএবি) প্রতিবেদন অনুসারে, দীর্ঘমেয়াদে শরিয়াভিত্তিক ব্যাংকটির ঋণমান ‘ডাবল এ ২’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ॥ রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটির ঋণমান প্রতিবেদন প্রস্তুত করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। দীর্ঘমেয়াদে আইসিবির ঋণমান ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’। এর অর্থ স্বল্প, দীর্ঘ উভয় মেয়াদে ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারী প্রতিষ্ঠানটি। বিডি থাই এ্যালুমিনিয়াম ॥ প্রকৌশল খাতের কোম্পানিটি ঋণমানে তুলনামূলক পিছিয়ে। এসিআরএসএল বলছে, দীর্ঘমেয়াদে বিডি থাই এ্যালুমিনিয়ামের ঋণমান ‘এ মাইনাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’।
×