ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মেডিক্যালে পিআরএ চালু

প্রকাশিত: ০৬:৫৫, ৫ জুলাই ২০১৫

বঙ্গবন্ধু মেডিক্যালে পিআরএ চালু

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো চালু হলো ট্রান্সপ্ল্যান্ট রোগীদের জন্য গুরুত্বপূর্ণ মেডিক্যাল টেস্ট প্যানেল রিএ্যাকটিভ এন্টিবডি (পিআরএ)। এজন্য স্থাপন করা হয়েছে এইচএলএ টিস্যু টাইপিং ল্যাবরেটরি। এটি চালু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এই ল্যাবরেটরির উদ্বোধন করেন। এটি চালুর আগে কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগীদের অধিক অর্থ ব্যয়ে পরীক্ষাটি বিদেশ থেকে করিয়ে আনতে হতো। এখন থেকে এ টেস্ট দেশেই স্বল্পমূল্যে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিস্যু টাইপিং ল্যাবে করা যাবে। এ পরীক্ষাটি যুক্ত হওয়ায় ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রয়োজনীয় সকল বিশেষায়িত পরীক্ষা পূর্ণতা লাভ করল। ল্যাবরেটরি উদ্বোধন শেষে শনিবার দুপুরে বিএসএমএমইউ’র বি ব্লকের নীচতলায় শহীদ ডাঃ মিল্টন হলে ভাইরোলজি বিভাগের টিস্যু টাইপিং ল্যাবরেটরির সেবা বৃদ্ধি নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ হারুন-উর-রশীদ, বিএসএমএমইউ’র প্রিভেনটিভ এ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শাহিনা তাবাস্সুম। সেমিনারে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়কে সেরা প্রমাণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকেই মনে রাখতে হবে তাঁদের দায়িত্বটা শুধু ৮টাÑ২টা নয়, তাঁদের দায়িত্ব সার্বক্ষণিক। এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে পারলে বিশ্ববিদ্যালয় আরও অনেক দূর এগিয়ে যাবে। বিএসএমএমইউ কর্তৃপক্ষের আন্তরিক চেষ্টা ও সহযোগিতার মাধ্যমে ভাইরোলজি বিভাগের টিস্যু টাইপিং ল্যবরেটরিটি আজ আর্ন্তজাতিকমানের একটি স্বংসম্পূর্ণ ল্যবরেটরিতে পরিণত হয়েছে। রোগীদের এখন থেকে বিপুল টাকা ব্যয় করে বিদেশ থেকে চড়া মূল্যে এ পরীক্ষাগুলো করাতে হবে না। এ বিশ্ববিদ্যালয়ের টিস্যু টাইপিং ল্যাব থেকেই তারা স্বল্পমূল্যে পরীক্ষাগুলো করাতে পারবেন।
×