ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্য টি২০ বিশ্বকাপও

প্রকাশিত: ০৪:১৫, ৫ জুলাই ২০১৫

লক্ষ্য টি২০ বিশ্বকাপও

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর মার্চ-এপ্রিলে হবে টি২০ বিশ্বকাপ। ৭ মাস বাকি। ভারতে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপের দিকেই সব দলের নজর রয়েছে। দল গঠন করাও শুরু হয়ে গেছে। ঠিক তেমনি সেই বিশ্বকাপকে লক্ষ্যে নিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে। দক্ষিণ আফ্রিকাও টি২০ বিশ্বকাপের দল গঠন করার লক্ষ্যেই এগিয়ে চলেছে। এরই মধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে। সেই গুছিয়ে নেয়ার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশও। যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি২০ ম্যাচ আছে, দলটিও শক্তিশালী; এ দলটির বিপক্ষে খেলে দল গোছানোর কাজটি সহজ হয়ে যাবে। অনেকটাই বোঝা যাবে, কারা দলে থাকার মতো যোগ্য। এরপর যে শুধু জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ ম্যাচ রয়েছে। টি২০ বিশ্বকাপের আগে যদি কোন টি২০ সিরিজ বিসিবি আয়োজন না করে তাহলে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ খেলেই বিশ্বকাপে খেলতে নামতে হবে বাংলাদেশকে। জিম্বাবুইয়ের বিপক্ষে সেই ম্যাচে দলের ক্রিকেটারদের পরখ করার চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখে নেয়াই উত্তম মনে করা হচ্ছে। যদিও নবেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ হবে। তবে সেটি তো আর আন্তর্জাতিক কোন ম্যাচ নয়। লীগ ম্যাচ। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। শুধু কি বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাও টি২০ বিশ্বকাপের প্রস্ততি নেয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকেই শুরু করে দিচ্ছে। বিশ্বকাপের আগে কম করে হলেও ৯টি টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ সিরিজ দিয়েই বিশ্বকাপের দল গোছানোর কাজ পুরোদমে শুরু করে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে যেমন বলেছেন, ‘বিশ্বকাপ তো অবশ্যই মাথায় থাকবে। আমরা এখন দলের সমন্বয় এবং পরিকল্পনা নিয়েও ভাবছি। বের করার চেষ্টা করছি কোনটা আমাদের জন্য বেশি কার্যকর হবে। এই সিরিজে সেদিকেই দৃষ্টি থাকবে।’ দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি যেমন বলেছেন, ‘দিন শেষে তুমি দেশকেই প্রতিনিধিত্ব করছ। কে তোমার প্রতিপক্ষ হয়ে খেলছে এটা বিষয় নয়, তোমাকে শতভাগ দিতে হবে। আমরা জানি এটা কঠিন হবে। বাংলাদেশকে হারাতে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে। বিশ্বকাপ অনেক আগে শেষ হয়েছে। এটা নতুন মৌসুম। প্রত্যেক খেলোয়াড়ের আলাদা লক্ষ্য আছে। আমরা টি২০ ক্রিকেটে আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি আনতে চাই। টি২০ বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের কিছু ম্যাচ আছে। ওটাই আমাদের মূল লক্ষ্য।’ বোঝাই যাচ্ছে, দুই দলের ভাবনাতেই টি২০ বিশ্বকাপ কাজ করছে।
×