ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৪, ৪ জুলাই ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩০. পাঁচসালা বন্দোবস্ত চালু করেন কে? ক) লর্ড-বেন্টিঙ্ক খ) লর্ড কার্জন গ) ওয়েলেসলি ঘ) ওয়ারেন হেস্টিংস ৩১. ইমাম হাসান ১৯৭১ সালে বৈদ্যনাথতলায় বাস করত। সে তৎকালীন কোন জেলার অধিবাসী ছিল? ক) খুলনা খ) কুষ্টিয়া গ) যশোর ঘ) মেহেরপুর ৩২. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা দল কোথায় যুদ্ধ করেছে? ক) চট্টগ্রাম খ) ময়মনসিংহ গ) ঢাকা ঘ) দিনাজপুর ৩৩. লক্ষ্ণৌ চুক্তি যে কারণে করা হয়- র. হিন্দু-মুসলমানের সমঝোতা রর. সুষ্ঠু আইনের ব্যবস্থা ররর. ধর্মীয় কুসংস্কার দূর করা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৩৪. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ক) জেনেভা খ) প্যারিস গ) লন্ডন ঘ) নিউইয়র্ক ৩৫. ‘স্মৃতির মিনার’ কবিতাটি কোন কবির? ক) নির্মলেন্দু গুণ খ) হেলাল হাফিজ গ) আল মাহমুদ ঘ) আলাউদ্দিন আল আজাদ ৩৬. জিন্নাহ চৌদ্দ দফা কত সালে পেশ করেন? ক) ১৯২৮ খ) ১৯২৯ গ) ১৯৩০ ঘ) ১৯২১ ৩৭. মুক্তিযুদ্ধে বাঙালিরা ভারতে আশ্রয় নেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন? ক) ইন্দিরা গান্ধী খ) জওহরলাল নেহেরু“ গ) রাজেন্দ্র প্রসাদ ঘ) মাহত্মা গান্ধী ৩৮. নবাব সিরাজউদ্দৌলা কত সালে বাংলা-বিহার-উড়িষ্যার নবাব হন? ক) ১৫৫৬ খ) ১৬৫৬ গ) ১৭৫৬ ঘ) ১৭৬৫ ৩৯. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক) শফিকুর রহমান খ) আব্দুল্লাহ গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান ৪০. সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে পাকিস্তান বাহিনীর ধ্বংসযজ্ঞ বন্ধের জন্য আহ্বান জানায়- র. ১ ডিসেম্ব র রর. ৫ ডিসেম্বর ররর. ডিসেম্বর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. পাকিস্তান কেন সোভিয়েত ইউনিয়নের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়? ক) চীনের সাথে সুসম্পর্কের কারণে খ) ভারতের সাথে সুসম্পর্কের কারণে গ) যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কের কারণে ঘ) যুক্তরাজ্যের সাথে সুসম্পর্কের কারণে ৪২. জন চার্নক ১৬৯০ সালে কোথায় একটি নগর প্রতিষ্ঠা করেন? ক) হরিহরপর খ) সুতানটি গ্রাম গ) ‘গোবিন্দপুর ঘ) সুরাটে ৪৩. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? ক) খুলনা খ) ঢাকা গ) সিলেট ঘ) কালুরঘাট ৪৪. ১৯৫৪ সালের নির্বাচনে কৃষক-শ্রমিক� পার্টির আসন সংখ্যা কত? ক) ৪৮ খ) ৫২ গ) ৫৯ ঘ) ৬১ ৪৫. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) এ কে ফজলুল হক গ) লিয়াকত আলী ঘ) শেখ মুজিবুর রহমান ৪৬. সাঁওতালরা কোন অঞ্চলে বাস করত? ক) কাশিমবাজারে খ) নাগপুরে গ) রাজমহলের পার্বত্য অঞ্চলে ঘ) ত্রিপুরায় ৪৭. গান্ধীজী আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে? ক) ১৯৩০ খ) ১৯৩৭ গ) ১৯৪৫ ঘ) ১৯৫৮ ৪৮. মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন? ক) তাজউদ্দীন আহমদ খ) খন্দকার মোস্তাক গ) আসম রব ঘ) সৈয়দ নজরুল ইসলাম উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: তাছিন একদিন ভোর বেলায় ঘুম থেকে ওঠেই চারদিকে একটি গানের সূর শুনতে পেল। করুণ কন্ঠে গাওয়াগানটির কথা হচ্ছে “আমার ভাইয়ের রক্তে রাঙানো------”। পাঁচ বছরের শিশু দৌড়ে যায় বাবার কাছে, জানতে চায় একই গান সব জায়গায় বাজানো হচ্ছে কেন? বাবা তাঁকে নিয়ে শহিদ মিনারে যন এবং সবকিছু খুলে বলেন।
×