ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অদিতের ঈদের এ্যালবাম ‘অন্তহীন’ ২

প্রকাশিত: ০৬:৩২, ৪ জুলাই ২০১৫

অদিতের ঈদের এ্যালবাম ‘অন্তহীন’ ২

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে যে কয়জন মেধাবী পরিচালক সঙ্গীত পরিচালনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে অদিত অন্যতম। অডিও এ্যালবাম ও চলচ্চিত্র দুই মাধ্যমের কাজেই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি তার নাটকের গান নিয়েও কাজ করছেন। ইতোমধ্যে তার করা বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে ভবিষ্যতে তিনি অডিও এবং চলচ্চিত্র দুই মাধ্যমেই মনোযোগী হতে চান। অদিত ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছেন। নিজ মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের গুণে তিনি বর্তমান সময়ে ব্যস্ততম শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। ছয় বছর আগে তার সুর ও সঙ্গীতে রিলিজ হয়েছিল অডিও এ্যালবাম ‘অন্তহীন’। এ এ্যালবামের গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। আগামী ঈদে আসছে তার সুর ও সঙ্গীত পরিচালনায় এ্যালবাম ‘অন্তহীন-২’। এ্যালবামে গান গেয়েছেন এলিটা, মাহাদী, সামিনা চৌধুরী, মোহাম্মদ শোয়েব ও অদিত। সব গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। এ্যালবামে একটি কবিতা আবৃত্তি করেছেন অভিনেত্রী অপি করিম। এর পাশাপাশি ঈদে আসছে তার প্রথম সলো এ্যালবাম। এই এ্যালবাম থেকে একটি গানের সঙ্গে থাকবে মিউজিক ভিডিও। ঈদের পর পরই ‘বোকাদের গান’ শিরোনামের একটি এ্যালবাম করার চিন্তা করছেন তিনি। এ্যালবামে গান গাইবেন দুইজন র‌্যাপ শিল্পী তৌফিক ও এ বি ডি; সঙ্গে থাকবেন মোহাম্মদ শোয়ের ও অদিত। এছাড়া ঈদে আসছে তার সঙ্গীতে চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’। যেখানে এই প্রথমবার এক গানে গেয়েছেন ন্যান্সি ও কণা। এছাড়া কাজ করছেন কয়েকটি মিশ্র এ্যালবামে। অডিওর পাশাপাশি চলচ্চিত্রেও রয়েছে তার সমান ব্যস্ততা। কাজ করেছেন ‘রাজনীতি’, ‘মায়া’, ‘পিংনিক’, ‘রক্ষা’সহ আরও কিছু চলচ্চিত্রে। পাশাপাশি তার গায়কীতে প্রথম সলো এ্যালবাম বাজারে আসবে ঈদের পর। ‘বিউটিফুল বাংলাদেশ’, ‘জাগো’, ‘রাজত্ব’ চলচ্চিত্রের গানগুলো তার ঊল্লেখযোগ্য কাজ। এছাড়া বিজ্ঞাপনের কাজও করছেন। তিনি নিখুঁত বাংলা গান করতে চান। বাংলা গান যেন সবার মাঝে শুদ্ধতা বাতাস ছড়ায় তিনি এটাই চান। সঙ্গীত পরিচালনার পাশাপাশি অদিত ভাল কিছু গান শিল্পী হিসেবে শ্রোতাদের উপহার দিতে চান। তার ছোটবেলা থেকেই ছিল গানের প্রতি অপার ভাললাগা। শ্রোতাদের কথা মাথায় রেখে ভাল গান করতে চান অদিত। সারাজীবন বাংলা গানের সঙ্গে থাকতে চান তিনি।
×