ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেকদের শরণাপন্ন ব্রাজিল

প্রকাশিত: ০৫:৫৮, ৪ জুলাই ২০১৫

সাবেকদের শরণাপন্ন ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না ব্রাজিল ফুটবল দল। নিজ দেশে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর কোপা আমেরিকা ফুটবল থেকেও বিদায় ঘটে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গতবারের মতো এবারও কোয়ার্টার ফাইনালের গ-ি পেরোতে পারেনি পেলের দেশ। এ কারণে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দেশের ফুটবলের উন্নয়নের জন্য সাবেক খেলোয়াড় ও কোচদের শরণাপন্ন হচ্ছে। উন্নতির বিষয়ে পরামর্শ নিতে শীঘ্রই তাদের ডাকার কথা জানিয়েছেন সিবিএফের কর্মকর্তা গিলমার রিনাল্ডি। সিবিএফ ঘোষণা জানিয়েছে, সাবেক কোচদের নিয়ে একটি কাউন্সিল করা হবে বর্তমান ফুটবলারদের। সিবিএফ কর্মকর্তা ও দেশটির সাবেক গোলরক্ষক রিনাল্ডি বৃহস্পতিবার জানিয়েছেন, বিদেশী কোচ, ক্লাব কোচ, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আলোচনায় অংশ নিতে ডাকা হবে। তিনি আরও বলেন, ব্রাজিলের ফুটবলের কৌশলগত উন্নতির জন্য কাউন্সিল গঠন করব আমরা। বাইরের জ্ঞান নিতে কনফেডারেশনকে উন্মুক্ত করতে চাই আমরা। এটা আমাদের জাতীয় দল ও আমাদের ফুটবলের ভবিষ্যত হবে। এই সিদ্ধান্ত নেয়ার সময় ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা ও সিবিএফের সভাপতি মার্কো পোলো উপস্থিত ছিলেন। সেখানে আরও বলা হয়, লক্ষ্য হচ্ছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্রাজিলের ফুটবল ব্যবচ্ছেদ করা। যেন আমরা কৌশলগত পরিকল্পনা সৃষ্টি ও বাস্তবায়ন করতে পারি। সাবেক কোচদের মধ্যে অন্য অনেকের সঙ্গে লুইস ফেলিপ সোলারি, মানো মেনেজেস, কার্লোস আলবার্তো পাহেইরা, মারিও জাগালো, ভান্দেরলেই লুক্সেমবুর্গো ও পাওলো রবার্তো ফ্যালকাওকে ডাকা হবে বলে জানিয়েছেন রিনাল্ডি। ২০১৪ সালে দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেলেসাওদের সেই দায় মোচনের প্রথম সুযোগ ছিল এবারের কোপা আমেরিকা। কিন্তু দায়মোচনের পরিবর্তে আরেকটি লজ্জা নিয়েই কোপা আমেরিকা মিশন শেষ হয়েছে তাদের। সেই সঙ্গে যুক্ত হয়েছে অধিনায়ক নেইমারের নিষেধাজ্ঞার লজ্জা। সবমিলিয়ে বাজে সময় পার করছে ব্রাজিল ফুটবল। এ থেকে বের হয়ে আসার উপায় খোঁজার জন্যই সাবেকদের শরণাপন্ন হচ্ছে সিবিএফ।
×