ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৫ জুলাই থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ কাজ

প্রকাশিত: ০৬:৫৭, ৩ জুলাই ২০১৫

২৫ জুলাই থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ কাজ

স্টাফ রিপোর্টার ॥ ৭২ লাখ নতুন ভোটার সংগ্রহের লক্ষ্যে আবারও শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী ২৫ জুলাই থেকে মোট তিন পর্বে শুরু হচ্ছে ২০১৫-১৬-এর হালনাগাদ কার্যক্রম। ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রমে প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া নাগরিকদের পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধনের কাজ করা হবে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসি সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য তিন পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে এ কাজ করা হবে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। এবং তৃতীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টম্বর পর্যন্ত। তিনটি ধাপে দেশের ৫১৪ উপজেলা/থানায় তথ্য সংগ্রহ চলবে। প্রথম ধাপে ১৮৯ উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে ১৮৪ উপজেলায় এবং তৃতীয় ধাপে ১৪১ উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে।
×