ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাল টাকা শনাক্তকরণে ভিডিও প্রদর্শন

প্রকাশিত: ০৭:১৫, ১ জুলাই ২০১৫

জাল টাকা শনাক্তকরণে ভিডিও প্রদর্শন

বরিশাল নগরীতে জাল টাকা শনাক্তকরণে ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষের আয়োজনে সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। নগরীর জেলখানা মোড়ের সড়কের পাশে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ভিডিও চিত্র প্রদর্শনের সময় ইস্টার্ন ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ মুছা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে তারা মানুষের মাঝে জাল টাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে ১৫ মিনিটের ভিডিওটি প্রচার করছেন, যা প্রায় এক ঘণ্টা ধরে একাধিকবার প্রদর্শন করা হয়। তিনি আরও জানান, ভিডিওটিতে ১০০ টাকা, ৫০০ টাকা ও ১ হাজার টাকার আসল নোটের বিভিন্ন পরিচয় তুলে ধরা হয়। ফলে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন। ভিডিও প্রদর্শনের পর ব্যাংকের কর্মকর্তারা সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর দেন। -স্টাফ রিপোর্টার, বরিশাল ই-কমার্সের ভ্যাট প্রত্যাহারে বেসিসের অভিনন্দন ই-কমার্স এর ওপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মঙ্গলবার বেসিসের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ কথা জানানো হয়। বেসিসের অনুরোধে সরকার ই-কমার্সের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ই-কমার্স উদ্যোক্তাদের এ ব্যবসায় এগিয়ে আসতে এবং জনসাধারণকে অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করতে গত দুই বছর ধরে বেসিস অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে এমন অনুরোধ করেছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার আগে ও পরে বেসিসের পক্ষ থেকে একই তৎপরতা অব্যাহত রাখা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×